জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় আত্মগোপনে চলে যান রিভা, এরপর থেকে তার হদিস মিলছে না।
Published : 18 Dec 2024, 09:42 PM
ঢাকার শাহবাগ থানায় করা হত্যাচেষ্টার এক মামলায় পুলিশ হেফাজতে দুই দিন জিজ্ঞাসাবাদের পর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার শুনানি নিয়ে ঢাকা মহানগর হাকিম মাসুমা রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তদন্ত কর্মকর্তা ডিবির এসআই মোহাম্মদ মাসুদ সরদার এদিন রিভাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। আসামির আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে বিচারক আদেশ দেন।
রিভাকে রোববার রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়। ওই ঘটনায় পরে শাহবাগ থানায় মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। এ মামলায় আসামি করা হয়েছে ছাত্রলীগ নেত্রী রিভাকে।
জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে চলে যান রিভা। এরপর থেকে তার হদিস মিলছে না।
নানা সময়ে 'বিতর্কিত কর্মকাণ্ডের' জন্য আলোচিত রিভা ইডেন কলেজের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
তার আগে শনিবার রাতে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিশীতা ইকবাল নদীকে গ্রেপ্তার করে ডিবি। কলাবাগান থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাকে দুইদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগে গত ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
পুরনো খবর-