আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বৃহস্পতিবার জানিয়েছে, আগামী ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে নেওয়া হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে।
Published : 18 Jul 2024, 05:21 PM
কোটা সংস্কার আন্দোলনে সংঘাত-সহিংসতার মধ্যে আগামী সপ্তাহের ৩ দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বৃহস্পতিবার জানিয়েছে, আগামী ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে নেওয়া হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে।
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বৃহস্পতিবারের পরীক্ষাও নিতে পারেনি শিক্ষাবোর্ডগুলো।
কোটা আন্দোলন ঘিরে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ায় স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।