ঢাকায় পার্ক করা বাসে আগুন

বুধবার সকাল ৬টা থেকে শুরু হচ্ছে অবরোধ। 

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2023, 06:31 PM
Updated : 7 Nov 2023, 06:31 PM

বিএনপি-জামায়াতের তৃতীয় দফার অবরোধের আগের রাতে ঢাকার মালিবাগে সড়কের পাশে রাখা একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার রাত ১১টার দিকে আনসার ক্যাম্পের পাশের সড়কে থাকা বাহন পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

সংস্থাটির কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে আগুন নেভায়।

Also Read: অবরোধের দুই দিনে ২২ গাড়িতে আগুন

Also Read: অবরোধের তিন দিনে পোড়ানো হয়েছে ৩১ যানবাহন: ফায়ার সার্ভিস

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, বর্তমান সরকারের পদত্যাগ ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি ও জামায়াত। 

এর আগে দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধে দেশজুড়ে ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা মহানগরে আগুন দেওয়া হয়েছে ১৩টি গাড়িতে, যেগুলোর মধ্যে ১১টিই বাস।

এর আগে গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত তিন দিনের অবরোধে সারাদেশে ৩১ যানবাহন পোড়ানো হয়।