Published : 19 Jul 2023, 07:39 PM
ভুয়া ই-কমার্স সাইট ও ফেইসবুক পেইজ খুলে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
আল ইমরান জুয়েল নামের ওই ব্যক্তিকে মঙ্গলবার রাতে নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়ে বলে ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ই-কমার্স সাইট রবিশপের ওয়েবসাইট robishop.com.bd এর মতো robishoper.com নামে ওয়েবসাইট ও Robi Bangladesh নামে ফেইসবুক পেইজ খুলে একটি চক্র সাধারণ ভোক্তাদের কাছে পণ্য বিক্রির নামে অর্থ আত্মসাৎ করে আসছিল।
এই বিষয়ে মোবাইল ফোন অপারেটর রবি বাংলাদেশ কর্তৃপক্ষ গুলশান থানায় একটি মামলা দায়ের করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত প্রতারক চক্রটিকে শনাক্ত করে ‘মূলহোতা’ জুয়েলকে গ্রেপ্তার করা হয় বলে ডিএমপি জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্রটি জাপানভিত্তিক ডোমেইন ও ওয়েব হোস্টিং প্রতিষ্ঠান web.z.com থেকে ডোমেইন এবং বাংলাদেশভিত্তিক ওয়েব হোস্টিং প্রতিষ্ঠান allothost.com থেকে হোস্টিং কিনে robishoper.com ওয়েবসাইট তৈরি করে। পরে বিভিন্ন পণ্যে ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ে বিক্রির চটকদার বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করত।
বিজ্ঞাপন তৈরির জন্য ব্যবহার করা হতো অন্যান্য ই-কমার্স সাইট থেকে ক্লোন করা ছবি। ভোক্তাদের বিভ্রান্ত করতে Robi Bangladesh নামে একটি ফেইসবুক পেইজও তৈরি করা হয়েছিল। সাধারণ মানুষ এই ওয়েবসাইট ও ফেইসবুক পেইজকে প্রকৃত রবিশপ মনে করে কেনাকাটা করার জন্য robishoper.com ওয়েবসাইটে দেওয়া বিকাশ, নগদ ও রকেট নম্বরে টাকা পরিশোধ করত।
“ভুয়া ওয়েবসাইটটি কারিগরি দিক বিবেচনায় এতটাই দক্ষতার সঙ্গে তৈরি করা হয়েছিল যে সাধারণ মানুষ সহজেই প্রতারিত হতেন। নিজেদের আড়াল করার জন্য প্রতারক চক্রটি সাধারণ গ্রাহকদের হেল্পলাইন নম্বর হিসেবে অনলাইন টেলিফোন সার্ভিস ব্রিলিয়ান্টের একটি নম্বর সরবরাহ করত,” বলা সংবাদ বিজ্ঞপ্তিতে।
এছাড়া বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য তারা robishoper.com ওয়েবসাইটে দাপ্তরিক একটি ঠিকানাও দিয়েছিল।
গ্রেপ্তার আল ইমরান জুয়েলকে গুলশান থানায় দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।