জাওয়াদ উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষে পড়তেন।
Published : 09 Oct 2023, 11:35 AM
ঢাকার হাজারীবাগে ১০ তলা ভবন থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মীর জাওয়াদ বিন জসিম নামের ওই শিক্ষার্থী উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষে পড়তেন।
রোববার রাত ১০টার দিকে খবর পেয়ে তার মরদেহ উদ্ধারের কথা জানান হাজারীবাগ থানার এসআই মো. হানিফ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শুনেছি ১০ তলা থেকে ছেলেটা লাফ দিয়েছে। ফোন পেয়ে আমরা গিয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যাই।”
রাত ১২ টার দিকে জাওয়াদকে হাসাপাতালে নেওয়া হয় জানিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জাওয়াদ তার পরিবারের সঙ্গে ভবনটির ১০ তলায় ভাড়া থাকতেন। ঘটনার আগে ছাদে তিনি ‘একাই ছিলেন’ বলে জানান ধানমন্ডি জোনের পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আবু তালেব।
“সিসিটিভি ফুটেজে সংগ্রহ করেছি। ফুটেজে দেখা যায়, ছাদে সে একাই ছিল। ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে, নিশ্চিত করে বলা যাচ্ছে না।”
সোমবার সকালে জাওয়াদের বাবা মীর জসিম উদ্দিন বলেন, “আমরা মরদেহ গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাচ্ছি। সেখানে তাকে দাফন করা হবে।”
ছেলের মৃত্যুর কারণ বলতে পারছেন না তিনি।