গত মঙ্গলবার তিনি কাতার সফরে যান।
Published : 15 Dec 2023, 10:26 PM
কাতারে দোহায় অনুষ্ঠিত ‘কাতার গ্রা প্রিঁ-২০২৩’ আয়োজনে যোগদান শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
শুক্রবার তিনি দেশে ফেরেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সফরকালে সেনাপ্রধান বিভিন্ন দেশ থেকে কাতারে আসা প্রতিনিধিদের সঙ্গে ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
আইএসপিআর জানিয়েছে, কাতার অলিম্পিক কমিটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং কাতার ভারত্তোলন ফেডারেশনের প্রেসিডেন্ট মোহাম্মেদ ইউসেফ আলমানার আমন্ত্রণে গত মঙ্গলবার কাতারে যান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সেদিনই তিনি কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সালেম বিন হামাদ বিন মোহাম্মেদ বিন আকিল আল নাবিতের সঙ্গে বৈঠক করেন।
এই দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ ও কাতারের মধ্যে সম্পাদিত এমওইউ বাস্তবায়নে এবং দুই দেশের সামরিক সম্পর্কের উন্নয়নে বিশেষভাবে সহায়ক হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে।
সেনাবাহিনী প্রধান দোহায় বাংলাদেশ দূতাবাসে আয়োজিত বিজয় দিবস মেলারও উদ্বোধন করেন এবং স্থানীয় বাংলাদেশীদের সঙ্গে মতবিনিময় করেন।