মেট্রোরেলের এই অংশে অক্টোবরের শেষ সপ্তাহে যাত্রী পরিবহন শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রী ওবায়দুল কাদের।
Published : 07 Jul 2023, 04:40 PM
দেশের প্রথম মেট্রোরেল লাইন এমআরটি-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের পরীক্ষামূলক যাত্রা শুরু হল।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার বিকাল সাড়ে ৪টায় আগারগাঁও স্টেশনে এই পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন করেন। গার্ডের সবুজ পতাকা নেড়ে ট্রেন ছাড়ার অনুমতি দেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচলের উদ্বোধন করেন। পরদিন থেকেই যাত্রী চলাচল শুরু হয় দেশের প্রথম এই বৈদ্যুতিক ট্রেনে। পরে ধাপে ধাপে এই পথের মাঝের নয়টি স্টেশন খুলে দেওয়া হয়।
দ্বিতীয় ধাপে আগারগাঁও-মতিঝিল অংশে অক্টোবরের শেষ সপ্তাহে যাত্রী পরিবহন শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, "আজকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের দ্বিতীয় অংশের টেস্ট রান উদ্বোধন হল। অক্টোবরের শেষ সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এই অংশ। এরপর যাত্রী পরিবহন শুরু হবে।"
ওবায়দুল কাদের জানান, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৯টি স্টেশন যেভাবে ধাপে ধাপে খুলে দেওয়া হয়েছিল, আগারগাঁও থেকে মতিঝিল অংশের ক্ষেত্রেও তাই করা হবে।
এই অংশে মেট্রোরেলের সাতটি স্টেশন হল– বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি, সচিবালয় ও মতিঝিল। এর মধ্যে প্রথম ধাপে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশন চালু হতে পারে।
মন্ত্রী বলেন, “অক্টোরের ১৫ তারিখ পর্যন্ত পর্যায়ক্রমে পারফর্মেন্স টেস্ট, সিস্টেম ইনটিগ্রেশন টেস্ট বা এসআইটি এবং ট্রায়াল রান চলছে। এই পরীক্ষাগুলো শুক্রবার দিনে এবং অন্যান্য দিন রাতে করা হবে।”
মেট্রোরেল বাস্তবায়ন ও পরিচালকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক সাংবাদিকদের জানিয়েছিলেন, মেট্রোরেলের দ্বিতীয় অংশে সব স্টেশন একেবারে চালু করা সম্ভব না হলে ধীরে ধীরে চালু করা হবে।