এ অংশে ডাবল লাইন থাকায় আরেকটি লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। তবে কমলাপুর থেকে বিভিন্ন ট্রেন ছাড়তে কিছুটা দেরি হচ্ছে।
Published : 07 Dec 2023, 09:39 PM
ঢাকার তেজগাঁও স্টেশনের কাছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের সঙ্গে ধাক্কায় তিতাস কমিউটার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার পর একদিক থেকে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিকল্প পথে রেল চালু রাখা হয়েছে।
এ অংশে ডাবল লাইন থাকায় আরেকটি লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। তবে কমলাপুর থেকে বিভিন্ন ট্রেন ছাড়তে কিছুটা দেরি হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান রাত সাড়ে নয়টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকামুখী লাইনটি বন্ধ থাকায় ট্রেন চলাচল ব্যাহত হচ্ছিল। এখন ঢাকা থেকে ছেড়ে যাওয়ার লাইন হয়ে কমলাপুরে ট্রেন যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
"এখানে আমাদের দুটি লাইন। একটি দিয়ে কমলাপুর প্রবেশ করে অন্যটি দিয়ে কমলাপুর থেকে ট্রেনগুলো বের হয়। কমলাপুরে প্রবেশের লাইনটি বন্ধ থাকায় দ্বিতীয় লাইনটি দিয়ে উভয় দিকে ট্রেন চালানো হচ্ছে। এতে ট্রেন চলাচল বিলম্ব হচ্ছে; কিন্তু কোনো ট্রেনের যাত্রা বাতিল করা হয়নি।”
বৃহ্স্পতিবার বিকাল সাড়ে ৪টার কিছু পরে তেজগাঁও স্টেশনের আউটারের কাছে নাখালপাড়া এলাকায় আখাউড়া থেকে কমলাপুরমুখী তিতাস কমিউটার এ দুর্ঘটনায় পড়ে। ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয় ও ক্রেনটি উল্টে যায়।
লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের কার্যক্রম এখনও চলছে। মহাপরিচালক জানিয়েছেন, উদ্ধার কার্যক্রম দ্রুত শেষ হবে। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
তেজগাঁওয়ে ক্রেনের ধাক্কায় ট্রেনের বগি লাইনচ্যুত
এর আগে রেলওয়ে পুলিশের এসআই সেকান্দার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাড়ে চারটার কিছু পরে নাখালপাড়া এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি ক্রেনের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। এতে তিনটি বগি লাইনচ্যুত হয়। ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ আছে।”
সম্প্রতি একাংশ চালু হওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে কমলাপুর পর্যন্ত অংশ যাচ্ছে রেললাইনের ওপর দিয়ে। এরইমধ্যে কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত অংশের নির্মাণ শেষে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
তেজগাঁওয়ের পরের অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ এখন চলছে। ওই অংশেই এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ঢাকা) মোহাম্মদ সফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রেনটি কমলাপুরের দিকে আসছিল। ওই সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে নিয়োজিত ক্রেন লাইন পার হচ্ছিল।
“ওই ক্রেনটা মুভ করার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এ সময় ক্রেনটিও উল্টে যায়। ঢাকার দিকে কোনো ট্রেন যাচ্ছে না। আমরা কাজ করছি, আশা করছি আটটার মধ্যে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে।”