পুলিশ বলছে, ধানমন্ডি ২৭ নম্বরে আওয়ামী লীগের ১৫-২০ জনের একটা মিছিল বের হলে লোকজন ধাওয়া দিয়ে তিনজনকে মারধর করে পুলিশে দেয়।
Published : 21 Mar 2025, 10:00 PM
রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিল থেকে তিনজনকে আটকের কথা বলছে পুলিশ।
শুক্রবার ইফতারের পর ওই মিছিল হয় বলে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজ উদ্দিন জানান।
তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম পরিচয় জানাননি তিনি। তবে বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যরা একটি মিছিল বের করলে জনতার সহায়তায় আমরা তিনজনকে আটক করেছি।”
আটক ব্যক্তিদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ বলে জানান মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই শাহাদাত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিতে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে আসার পর বিস্তারিত জানা যাবে।”
মোহাম্মদপুর থানার এসআই শামিম রেজা বলেন, “ধানমন্ডি ২৭ নম্বরে আওয়ামী লীগের ১৫-২০ জনের একটা মিছিল বের হয়। তখন লোকজন ধাওয়া দিয়ে তিনজনকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করে।”
আওয়ামী লীগ সরকার পতনের গণআন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। জুলাই অভ্যুত্থানে ‘গণহত্যার’ অভিযোগে আওয়ামী লীগকেও নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে সংগঠনটি।
তবে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) প্রেসিডেন্ট ও সিইও কমফোর্ট ইরোর নেতৃত্বে আসা একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা নেই’।
তবে দলটির যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, তাদের বাংলাদেশের আদালতে বিচারের আওতায় আনার কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টার এই বক্তব্য প্রত্যাহার ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। এর ধারাবাহিকতায় শুক্রবারও রাজু ভাস্কর্যের সামনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী’ এবং ‘ইনকিলাব মঞ্চের’ ব্যানারে বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা।