মোহাম্মদ এজাজ সাংবাদিকদের বলেন, “নিজেদের সম্পত্তি দখলমুক্ত করা ডিএনসিসির দায়িত্ব। এসব জায়গা দখলমুক্ত করে মাঠ ও পার্ক করা হবে।”
Published : 05 Mar 2025, 07:24 PM
ঢাকার গাবতলী বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ইট, বালু ও পাথরের আড়তসহ ৫০টির বেশি স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বুধবার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জালাল উদ্দিন, ফারজানা খানম এবং মো. শাহীদুল ইসলাম এ অভিযান চালান।
এ সময় সেখানে থাকা ইট, পাথর ও বালু সরিয়ে নিতে এক সপ্তাহ সময় দেয় ডিএনসিসি।
ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ সেখানে উপস্থিত ছিলেন।
পরে মোহাম্মদ এজাজ সাংবাদিকদের বলেন, “নিজেদের সম্পত্তি দখলমুক্ত করা ডিএনসিসির দায়িত্ব। এসব জায়গা দখলমুক্ত করে মাঠ ও পার্ক করা হবে।”
ডিএনসিসির প্রশাসকের ভাষ্য, “সিটি করপোরেশনের কিছু জায়গা থেকে রাজস্ব আদায় করা হয়। এসব জায়গা দীর্ঘদিন ধরে দখল করে রাখা হয়েছে।
“বেড়িবাঁধের রাস্তার দুই পাশে ডিএনসিসির সবচেয়ে বড় প্রায় দেড়শ একর জায়গা আছে। বেশিরভাগ জমি দখল করে রাখা হয়েছে। ইট, পাথরের আড়তসহ নানা বাণিজ্যিক কর্মকাণ্ড করছে অবৈধভাবে। তারা কোনো অনুমতি নেয়নি, সিটি করপোরেশন এখান থেকে একটি পয়সা রাজস্ব পাচ্ছে না।”
মোহাম্মদ এজাজ বলেন, “দেশের স্বার্থে অবৈধ দখলদার উচ্ছেদে কোনো নোটিসের প্রয়োজন নেই, জনগণের স্বার্থে এই জায়গা উদ্ধার করা হবে।”
অভিযানে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।