ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাছান মাহমুদের বৈঠকে দুই দেশের চমৎকার সম্পর্ক এগিয়ে নেওয়ার আলোচনাও হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
Published : 20 Jan 2024, 10:16 PM
বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
উগান্ডার কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) শীর্ষ সম্মেলনের ফাঁকে শনিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের পর এক্স হ্যান্ডেলে এক পোস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন।
স্থানীয় সময় শনিবার বিকালে তাদের এ বৈঠক হওয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও।
জয়শঙ্কর এক্স এ আরও লিখেছেন, “উগান্ডার কাম্পালায় বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দেখা করে আনন্দিত। তার নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানাই এবং তার সার্বিক সাফল্য কামনা করি।”
বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে দিল্লিতে স্বাগত জানাতে অপেক্ষায় থাকার কথাও বলেছেন তিনি।
So glad to meet with my new Bangladesh counterpart FM Dr. Mohammed Hasan Mahmud in Kampala today. Congratulated him on his appointment and wished him all success.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) January 20, 2024
India-Bangladesh relations are growing from strength to strength. Look forward to receiving him in Delhi soon. pic.twitter.com/wa6k7jcKWf
উভয় মন্ত্রীর বৈঠকের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উভয় নেতা পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় এবং দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন।
তারা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন নয়াদিল্লি সফর নিয়েও আলোচনা করেছেন বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
এর আগে হাছান মাহমুদ তার প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফর হিসেবে ৭ ফেব্রুয়ারি দিল্লি যাবেন বলে জানিয়েছিলেন।
হাছান মাহমুদ উগান্ডায় ১৯ থেকে ২০ জানুয়ারি জোট নিরপেক্ষ আন্দোলনের ১৯তম শীর্ষ সম্মেলনে এবং ২১-২২ জানুয়ারি ৭৭ জাতি গ্রুপ ও চীনের তৃতীয় দক্ষিণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ এ মুহিত এবং কেনিয়া ওউগান্ডায় বাংলাদেশের হাইকমিশনারসহ অন্যরা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন।
আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ন্যাম সম্মেলনের সাইডলাইনে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীথান সোয়ের সঙ্গেও বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
তারা রোহিঙ্গা প্রত্যাবাসন এবং দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।