স্ক্রিন প্রিন্ট ব্যবসায়ী আলমকে গত বৃহস্পতিবার থেকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার।
Published : 10 Dec 2024, 01:33 PM
ঢাকার কামরাঙ্গীরচরে চার দিন ধরে নিখোঁজ এক ব্যবসায়ীর ‘মৃতদেহের খোঁজে’ তার দোকান ঘিরে রেখেছে পুলিশ।
মঙ্গলবার সকাল থেকে হাসান নগরের ভান্ডারীর মোড়ে আলমের স্ক্রিন প্রিন্টের দোকান ঘিরে রাখে পুলিশ। আটক করা হয়েছে দুই কর্মচারীকে।
কামরাঙ্গীরচর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, ব্যবসায়ী আলমের ‘লাশের খোঁজ’ করার জন্য তার দোকান ঘিরে রাখা হয়েছে।
থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, স্ক্রিন প্রিন্ট ব্যবসায়ী আলমকে গত বৃহস্পতিবার থেকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। পরে কামরাঙ্গীরচর থানায় খবর দেন স্বজনরা।
“পুলিশ এসে কারখানার কর্মচারীদের জিজ্ঞাসাবাদে জানতে পারে, আলমকে হত্যা করে কারখানার মেঝেতেই পুঁতে রাখা হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো দু'জনকে গ্রেপ্তার করতে নানা জায়গায় অভিযান চলছে।”
ওসি আমিরুল বলেন, “আমরা খুব চেষ্টা করতেছি, সবাইকে ধরে- তারপরে ওখানে উদ্ধার অভিযানে যেতে।”