মঈনউদ্দিন বনানীর সেতু ভবনে তার দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।
Published : 06 Apr 2025, 03:40 PM
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে কাজে যোগ দিয়েছেন শেখ মইনউদ্দিন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। উপদেষ্টার কাজে সহায়তা করতে গত ৫ মার্চ শেখ মইনউদ্দিনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।
শেখ মইনউদ্দিন প্রতিমন্ত্রীর বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
রোববার সড়ক পরিবহন ও সেতু বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঈনউদ্দিন বনানীর সেতু ভবনে তার দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।
মইনউদ্দিন ২০২৩ সাল থেকে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন বিভাগের সেফটি অ্যান্ড অপারেশনের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। এর আগে তিনি একই বিভাগে প্রকল্প ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন।
মইনউদ্দিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএসসি এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে অবকাঠামো ও পরিবেশ বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি নিয়েছেন।
গত ৫ মার্চ মইনউদ্দিন ছাড়াও ফয়েজ আহমেদ তৈয়্যবকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে বিশেষ সহকারীর দায়িত্ব দেওয়া হয়।
এর আগে একই পদমর্যাদায় তিনজন বিশেষ সহকারীকে তিনটি দপ্তরের দায়িত্ব দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। নতুন দুজনকে নিয়ে বিশেষ সহকারী হলেন মোট পাঁচজন।