বর্তমানে শাহবাগ থানাটি যেখানে অবস্থিত, সেই সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
Published : 03 Jun 2024, 05:23 PM
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে অবস্থিত শাহবাগ থানাটি কাছাকাছি দূরত্বে সকুরা বার ও রেস্টুরেন্টের পেছনে স্থানান্তরের সিদ্ধান্ত দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, “ওখানে যে থানাটি আছে, সেটা স্থানান্তর করা দরকার ছিল। শেরাটনের পাশে একটা জায়গা আছে সাকুরা, ওখানে সাকুরার পেছনে স্থানান্তর করা হবে। মন্ত্রিসভা এই সিদ্ধান্ত দিয়েছে।”
সাকুরার পেছনে রমনা মৌজার দাগ নম্বর ৪৫। সেখানে ৩৯ দশমিক ৭ শতাংশ জমি আছে। সেটা সাকুরাসহ কিনা সেটা অবশ্য এখানে লেখা নাই।
দুই মন্ত্রণালয় থেকে দুই রকম প্রস্তাবের কারণে বিষয়টি মন্ত্রিসভায় উঠেছিল বলে জানান সচিব।
তিনি বলেন, “দুই মন্ত্রণালয় থেকে দুই রকম প্রস্তাব এসেছিল। এক মন্ত্রণালয় বলেছে সাকুরার এখানে নেওয়ার, আরেক মন্ত্রণালয় বলেছে আরেক জায়গায় নেওয়ার। সে কারণে বিষয়টি মন্ত্রিসভায় এসেছিল।
“রুলস অফ বিজনেসে আছে, কোনো বিষয়ে মন্ত্রণালয় যদি মনে করে কেবিনেটকে অভিহিত করা দরকার, তারা সেটা কেবিনেটে প্রস্তাব করবে।”
বর্তমানে শাহবাগ থানাটি যেখানে অবস্থিত, সেই সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
শাহবাগ থানার জায়গাটা এই প্রকল্পের জন্য দরকার বলে ভাবছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।