তিনি ২০২০ সালে অবসরে যান।
Published : 04 Nov 2024, 12:32 PM
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলে আসিফ হাসানকে আটক করেছে যৌথবাহিনী।
রোববার গভীর রাতে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম ওসি হাফিজুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই বাসায় প্রায় চারঘণ্টা ধরে চলা যৌথবাহিনীর অভিযানে এক কোটি সাড়ে ৯ লাখ টাকা, কিছু বিদেশি মুদ্রা, ১১টি আইফোন ও বিভিন্ন ব্র্যান্ডের কয়েকটি দামি ঘড়ি জব্দ করা হয়েছে।"
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে ২০২০ সালে অবসর নেন আমজাদ হোসেন। তার গ্রামের বাড়ি গাজীপুর সদরে।