২০২০ সালের ৮ অক্টোবর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার দায়িত্বে এসেছিলেন এ এম আমিন উদ্দিন।
Published : 07 Aug 2024, 02:13 PM
শেখ হাসিনার সময় নিয়োগ পাওয়া অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ক্ষমতার পালাবদলের ডামাডোলের মধ্যে পদত্যাগ করেছেন।
বুধবার তিনি নিজেই সাংবাদিকদের কাছে পদত্যাগ করার কথা বলেছেন।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিনকে ২০২০ সালের ৮ অক্টোবর অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। সে সময় তিনি ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি।
২০২০-২১ মেয়াদে তিনি সমিতির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তার আগে সমিতির সম্পাদকের দায়িত্বও তিনি পালন করেছেন।
আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিনের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর কোভিডে মারা গেলে বাংলাদেশের ষোড়শ অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পান আমিন উদ্দিন।