জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সংগঠন ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি পেশাজীবী প্রতিবন্ধী ব্যক্তিরা অংশ নেন।
Published : 08 Aug 2024, 06:43 PM
অন্তর্বর্তীকালীন সরকারে প্রতিবন্ধী নাগরিকদের প্রতিনিধিত্বের দাবিতে মানববন্ধন করেছে প্রতিবন্ধী নাগরিক সমাজ।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সংগঠন ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি পেশাজীবী প্রতিবন্ধী ব্যক্তিরা অংশ নেন।
মানববন্ধনে ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়ের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সময়ে ছাত্র-জনতাকে ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার আহবান জানানো হয়।
এছাড়া কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানির ঘটনা সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তির দাবি জানানো হয়।
প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদের (পিএনএসপি) সমন্বয়কারী ইফতেখার মাহমুদ বলেন, “আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে নতুন বাংলাদেশে নতুন করে স্বাধীনতা অর্জনে ছাত্র-জনতার হয়ে লড়াই করেছি। প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থান, শিক্ষা, বিনোদন, তথ্য আহরণে অভিগম্যতা আনতে সরকারে প্রতিবন্ধী মানুষের প্রতিনিধিত্বের কোনো বিকল্প নেই।”
সংগঠনটির সাধারণ সম্পাদক সালমা মাহবুব বলেন, “বৈষম্যহীন ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সমতা এবং সাম্যের কথা বলেছেন। আমরা আশা করি, সেদিক বিবেচনা করেই তারা প্রতিবন্ধী মানুষের অন্তর্ভুক্তির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। এছাড়া আন্দোলনে বহু মানুষ প্রতিবন্ধিতা বরণ করেছেন, তাদের কথা ভুলে গেলে চলবে না।”
ডিসঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টনারস- ডিডিপি’র জাকির হোসেন মনে করেন, সরকারের পতনের পর বর্তমান নীতি নির্ধারকদের উচিত ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের খুঁজে বের করা।
“প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আলোচনা করার দরকার ছিল।”
মানববন্ধনে সাঁতারকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উজ্জ্বলা বনিক বলেন, “আমরা গণতান্ত্রিক সরকারের পালাবদল দেখছি, কিন্তু সকল সরকারই প্রতিবন্ধী মানুষদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।”
সহকারী শিক্ষক সগির হোসেন খানের মতে, বাংলাদেশের আড়াই কোটি প্রতিবন্ধী মানুষের প্রয়োজন তাদের অধিকার।
তিনি বলেন, “প্রতিবন্ধী মানুষ ছাড়া অন্য কেউ তার চেয়ে বেশি উপলদ্ধি করতে পারবে না। আমরা আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে অবিস্মরণীয় ভূমিকা রাখতে পারব।”