নিহতের মুখমণ্ডল রাসায়নিক পদার্থ দিয়ে ঝলসে দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
Published : 25 Apr 2025, 10:36 PM
ঢাকার সাভারের একটি বাঁশ ঝাড় থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় বাঁশঝাড়ের ভেতরে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে বলে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ক্যাম্পের এসআই আব্দুল ওয়াহাব জানান।
নিহতের বয়স আনুমানিক ২৯ বছর বলে জানায় পুলিশ। ওই নারীকে শ্বাসরোধ করে হত্যার পরে তার মুখমণ্ডল রাসায়নিক পদার্থ দিয়ে ঝলসে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এসআই আব্দুল ওয়াহাব বলেন, লাশটি তিন-চারদিন আগের হতে পারে। ধারণা করা হচ্ছে, নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এছাড়া নিহত নারীর পরিচয় যাতে নিশ্চিত করা না যায় সেজন্য মুখমণ্ডলে রাসায়নিক পদার্থ দিয়ে ঝলসে দেওয়া হয়েছে।
নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।