মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠদের অবদান স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, তাদের অবদান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
Published : 16 Dec 2024, 08:52 PM
বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার বিকালে ব্ঙ্গভবনে বিজয় দিবসে রাষ্ট্রপতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের সঙ্গে অংশ নেন মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্যরা।
বঙ্গভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের বিজয় দিবসের শুভেচ্ছা জানান। এরপর তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠদের অবদান স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, তাদের অবদান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।