অন্তর্বর্তী সরকারকে নিয়ে ফেইসবুকে বিভিন্ন সমালোচনামূলক পোস্ট দিয়ে আসছিলেন তিনি।
Published : 24 Oct 2024, 01:59 PM
স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
বুধবার গভীর রাতে রাজধানীর মগবাজারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুঁইয়া।
তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানাতে পারেননি পারেননি তিনি।
আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারকে নিয়ে ফেইসবুকে বিভিন্ন সমালোচনামূলক পোস্ট দিয়ে আসছিলেন শেখ জামাল।
গত ১৬ অক্টোবর এক পোস্টে তিনি বলেছিলেন, “মোবাইল ফোনে, হোয়াটসঅ্যাপে ও মেসেঞ্জারে অনেকে জিজ্ঞাসা করেন, ‘আমি দেশে না দেশের বাইরে আছি?’
“আমি দেশে আছি এবং দেশেই থাকব। অফিস, ডিআরইউ ও জাতীয় প্রেস ক্লাবে রেগুলার যাই এবং ঢাকার শহরে ঘুরে বেড়াই।"
ঢাকায় কর্মরত সংবাদ প্রতিবেদকদের নিয়ে গঠিত সংগঠন ডিআরইউয়ের ২০১৬ সালের কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন শেখ জামাল। ওই কমিটিতে জামাল উদ্দীন সভাপতি এবং রাজু আহমেদ সাধারণ সম্পাদক ছিলেন।
সবশেষ দৈনিক মানবকণ্ঠে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কাজ করা শেখ জামাল কিছুদিন ধরে ‘মুখপাত্র’ নামের একটি দৈনিকের সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।