গত ১৭ অগাস্ট যে পাঁচ জনকে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল নাসিমুল গনি তাদের একজন।
Published : 22 Dec 2024, 08:52 PM
রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনিকে স্বরাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় বঞ্চিত হিসেবে গত ১৭ অগাস্ট যে পাঁচ জনকে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল নাসিমুল গনি তাদের একজন।
একই সময়ে স্বরাষ্ট্র সচিব হয়েছিলেন মোহাম্মদ আব্দুল মোমেন। সম্প্রতি তাকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান করা হয়েছে।
অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যাওয়া নাসিমুল গনি ছিলেন বিএনপি নেতা জমির উদ্দিন সরকারের পিএস। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।
অপরদিকে আব্দুল মোমেন ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকারের সময় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, বিআরটিএর চেয়ারম্যান ও বিমানের এমডি ছিলেন। এর আগে নব্বইয়ের দশকে তিনি ছিলেন তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস।
২০০৯ সালে অতিরিক্ত সচিব থাকা অবস্থায় তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওএসডি করা হয়। চার বছর পর ২০১৩ সালে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল আওয়ামী লীগ সরকার।