“খরচের পরিমাণ বাড়ায় সুযোগ-সুবিধা, চুরির সুযোগ-সুবিধা বৃদ্ধি পেয়েছে আমি বলব,” বলেন তিনি।
Published : 08 Feb 2024, 05:25 PM
দেশে অনেক ক্ষেত্রে দুর্নীতির মাত্রা আগের তুলনায় আনুপাতিক হারে বেড়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
রোববার জাতীয় সংসদে ‘বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বিল, ২০২৩’ পাসের আলোচনায় বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেছেন, “যে বিলটি আনা হয়েছে, প্রায় সবাই তা ভালো কাজ বলে স্বীকার করেছেন। কিন্তু একটি বিষয়ে তারা (আলোচনায় অংশ নেওয়া সংসদ সদস্যরা) সবাই একমত, আমিও তাদের সঙ্গে একমত- সারাদেশে সর্বত্র- অনেক ক্ষেত্রে দুর্নীতির মাত্রা পূর্বের তুলনায় বেড়েছে, তুলনা বলতে আনুপাতিক হারে।”
এর আগে বিলের আলোচনায় অংশ নিয়ে গণফোরাম ও জাতীয় পার্টির একাধিক সংসদ সদস্য বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ আনেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, “যে পরিমাণ পাবলিক মানি ৩০-৪০ বছর আগে ব্যয় হত, তার তুলনায় এখন প্রায় ২/৩/৪ গুণ মানি ব্যয় হচ্ছে। ফলে সুযোগ-সুবিধা, চুরির সুযোগ-সুবিধা বৃদ্ধি পেয়েছে আমি বলব। এটা একটা জাতীয় সমস্যাই আমি বলব।
“এ সংসদে আইন-কানুন পাস করে- বর্তমান প্রযুক্তি ব্যবহার করে, জনমত তৈরি করে, জনগণের কাছে স্বচ্ছতা তুলে ধরে প্রচার করি, নিয়ে যাই; তাহলে বোধ হয় আমার আস্থা এর পরিমাণ ক্রমান্বয়ে কমে আসবে।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)