নতুন দলকে অভিনন্দন জানিয়ে তারা বিভিন্ন দাবিদাওয়া লেখা সম্বলিত প্ল্যাকার্ড তুলে ধরেন।
Published : 28 Feb 2025, 07:24 PM
চব্বিশের গণআন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠকদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আত্মপ্রকাশের অনুষ্ঠানে সারা দেশ থেকে দলে দলে যোগ দেন হাজারো মানুষ, এর মধ্যে হঠাৎ নজড় কাড়ে ব্যান্ড পার্টি নিয়ে নেচে-গেয়ে আসা একটি দল।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শুক্রবার বিকালে ওই অনুষ্ঠানে দলটিকে সমর্থন জানাতে ব্যান্ড পার্টি নিয়ে যোগ দেন দলিত-হরিজন সম্প্রদায়ের মানুষেরা।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মোল্লা ফারুক এহসান, ডেভিড ভীমতল্লি রাজু ও কৈলাশ চন্দ্র রবি দাসের নেতৃত্বে তারা আসেন। বিভিন্ন দাবিদাওয়া লেখা সম্বলিত প্ল্যাকার্ড তারা তুলে ধরেন।
দলিত, হরিজন ও তফসিলি জনগোষ্ঠীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, দলিত জনগোষ্ঠীর নিজস্ব ভাষার প্রসার ও উন্নয়নে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল ২০১৫ সংস্কার ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের ক্ষেত্রে ‘আউটসোর্সিং’ প্রক্রিয়া বন্ধ করে স্থায়ীভাবে নিয়োগের দাবি জানান তারা।
‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ প্রতিশ্রুতি নিয়ে জুলাই আন্দোলনের সংগঠকদের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)।
ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়। সেখানে জুলাই শহীদদের স্বজন ও জুলাই যোদ্ধাদের পাশাপাশি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সারা দেশ থেকে আসা মানুষেরা যোগ দেন।