এর আগে করদাতাদের হয়রানির করার অভিযোগে শফিকুল ইসলামকে রাজশাহী থেকে খুলনায় বদলি করা হয়েছিল।
Published : 20 Sep 2024, 12:18 AM
করদাতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে আয়কর কমিশনার মো. শফিকুল ইসলাম আকন্দকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।
বৃহস্পতিবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
শফিকুল ইসলামের বিরুদ্ধে আগেও করদাতাদের হয়রানি করার অভিযোগ উঠেছিল।
চট্রগ্রাম কর আপিলাত ট্রাইবুন্যালে দ্বৈত বেঞ্চ এর সদস্য হিসেবে কর্মরত ছিলেন এই কর কমিশনার।
বুধবার তাকে কর অঞ্চল-৭, ঢাকার কর কমিশনার হিসেবে বদলি করা হয়, আর পরদিনই তিনি সাসপেন্ড করার খবর পেলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২ সেপ্টেম্বর নিজ কার্যালয়ে ঘুষ নেওয়ার অভিযোগের ভিত্তিতে সরকারি চাকরি আইন-২০১৮ এর ৩৯ ধারা মোতাবেক শফিকুল ইসলামকে ১৯ সেপ্টেম্বর থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হল।
সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন তিনি।
এনবিআরের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা হলে তারা বলেন, সম্প্রতি এক করদাতা প্রধান উপদেষ্টার দপ্তরে তার বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ করেন। বিষয়টি এনবিআরকে খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়।
অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় এনবিআর।
এর আগে করদাতাদের হয়রানির করার অভিযোগে শফিকুল ইসলামকে রাজশাহী থেকে খুলনায় বদলি করা হয়। সর্বশেষ তাকে চট্রগ্রাম আপিলাত ট্রাইবুন্যালে বদলি করা হয়েছিল।
বিসিএস ১৩ ব্যাচের আয়কর ক্যাডারের কর্মকর্তা শফিকুল।