পূর্ণাঙ্গ কমিশন না পাওয়া পর্যন্ত এই চার বিসিএস নিয়ে ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন ড. মোবাশ্বের মোনেম।
Published : 05 Nov 2024, 10:31 AM
জুলাই-অগাস্টের আন্দোলন এবং তার তোড়ে রাষ্ট্রক্ষমতায় পট পরিবর্তনের পর সরকারি চাকরিতে ঢোকার সবচেয়ে কাঙ্ক্ষিত ও গুরুত্বপূর্ণ পরীক্ষা বিসিএসের কার্যক্রম থমকে আছে।
এর মধ্যে তিনটি- ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস মাঝপথে এসে ঝুলে আছে। আর গত কয়েকবছরের ধারাবাহিকতায় আগামী ৩০ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কি না তার কোনো আভাস মিলছে না।
আওয়ামী লীগের বিদায়ের পর সরকারের মন্ত্রণালয় থেকে শুরু করে প্রায় সব প্রতিষ্ঠানেই আসছে পরিবর্তন। সেই ধারাবাহিকতায় আংশিক বদলে গেছে বিসিএস পরীক্ষার আয়োজক বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন- পিএসসিতে।
তবে পূর্ণাঙ্গ কমিশন না পাওয়া পর্যন্ত এই চার বিসিএস নিয়ে ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন ড. মোবাশ্বের মোনেম।
গত ৮ অক্টোবর পিএসসির চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগের পর নতুন চেয়ারম্যান ও চারজন সদস্য নিয়োগ পেয়ে শপথ নিয়েছেন।
তবে ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩’ অনুযায়ী, একজন চেয়ারম্যান এবং অন্যূন ছয়জন ও অনধিক বিশজন সদস্য নিয়ে কমিশন গঠিত হওয়ার কথা।
গত ৩১ অক্টোবর নতুন পাঁচজন সদস্য নিয়োগ পেলেও তারা এখনও শপথ নেননি। তারা কবে নাগাদ শপথ নেবেন তাও এখনও পরিষ্কার নয়।
যেখানে থমকে গেল তিন বিসিএস
৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২১ সালের ৩০ নভেম্বর। ওই বছর ৩০ ডিসেম্বর থেকে অনলাইন আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি।
৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন প্রার্থী আবেদন করেছিলেন। এরপর ২০২২ সালের ২৭ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১৫ হাজার ৭০৮ জন প্রার্থীকে নিয়ে ওই বছরের ২৯ ডিসেম্বর থেকে লিখিত পরীক্ষা শুরু হয়ে চলে ২০২৩ সালের ১১ জানুয়ারি পর্যন্ত।
২০২৪ সালের ৩ এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। লিখিত পরীক্ষা উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মৌখিক শুরু হয়েছিল চলতি বছরের ৮ মে।
প্রায় অর্ধেক প্রার্থীর মৌখিক নেওয়ার পর ছাত্র-জনতার আন্দোলনের সময় কারফিউ জারি হলে ২৪ জুলাই তা স্থগিত করে পিএসসি।
এরপর ১ সেপ্টেম্বর থেকে মৌখিক শুরুর কথা থাকলেও তা আবারও স্থগিত করে পিএসসি।
এই বিসিএসের ৭৫৯০ জন প্রার্থী এখনও মৌখিকের অপেক্ষায় আছেন।
৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০২২ সালের ৩০ নভেম্বর প্রকাশ করেছিল পিএসসি। ২০২৩ সালের ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন প্রার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ওই বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১২ হাজার ৭৮৯ জন লিখিত পরীক্ষায় বসেন চলতি বছর ২৩ জানুয়ারি, যা শেষ হয় ৩১ জানুয়ারি। লিখিত পরীক্ষার ফল এখনও প্রকাশিত হয়নি।
২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি, যার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২৬ এপ্রিল। প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছিলেন। গত ৯ মে প্রিলিমিনারি প্রকাশিত ফলে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন।
২৮ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সরকার পরির্তনের পর অস্থির সময়ের কারণে ২৫ অগাস্ট তা স্থগিত ঘোষণা করা হয়।
আবার প্রশ্নফাঁসের অভিযোগ তুলে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল চেয়ে গত ২৩ অক্টোবর হাই কোর্টে একটি রিটও দায়ের হয়েছে। সেটিও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
হতাশ প্রার্থীরা জট খোলার অপেক্ষায়
৪৪তম বিসিএসের প্রার্থী রাশেদ কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের ভাইভা চলমান অবস্থায় তা স্থগিত হয়ে যায়। কেউ কেউ ভাইভা দিয়েছেন বাকিরা অপেক্ষায় আছেন।
“এতে আমরা উদ্বিগ্ন। আমরা চাচ্ছি দ্রুত ভাইভা শুরু হোক।”
ন্যায্যতা নিশ্চিতের আশাও করছেন এই চাকরিপ্রত্যাশী।
“আগের কমিশনের নেওয়া ভাইভা এবং বর্তমান কমিশন যে ভাইভা নেবে, তাতে যেন সব প্রার্থীর ন্যায্যতা নিশ্চিত হয় সেদিকেও পিএসসি খেয়াল রাখবে বলে আমি প্রত্যাশা করি।”
পরীক্ষা আটকে যাওয়ায় হতাশা ভর করেছে ৪৪ ও ৪৫তম বিসিএসের প্রার্থী মো. আলমগীর হোসেনের মতো আরো অনেকের মনে।
তিনি বলেন, বলেন, “৪৪তম বিসিএসের ভাইভা আটকে আছে। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলও প্রকাশিত হচ্ছে না। এ দুই স্থবিরতার ফলে আমরা চরম হতাশা, দুশ্চিন্তা এবং অনিশ্চয়তায় ভুগছি।
“৪৪তম বিসিএসের ভাইভা দ্রুত শুরু হোক আর ৪৫তম বিসিএসের ফল দ্রুত প্রকাশিত হোক, সেটিই আমাদের প্রত্যাশা।”
আর ৪৬তম বিসিএসের প্রার্থী মো. বেলাল হোসেন বলেন, “কোনো প্রার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং পিএসসির নতুন কমিশন যেহেতু সকলের আস্থার জায়গা, তাই তারা প্রশ্নফাঁস বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায্যতার ভিত্তিতে দ্রুত লিখিত পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেবেন, এমনটাই আমাদের প্রত্যাশা।”
যা বলছেন পিএসসির চেয়ারম্যান
আটকে যাওয়া তিন বিসিএসের জট এবং ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশ হবে জানতে চাওয়া হয়েছিল পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেমের কাছে।
জবাবে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু আমাদের কমিশন এখনও গঠিত হয়নি তাই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না।
“নতুন নিয়োগ পাওয়া সদস্যরা শপথ নিলে কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেখানে এসব বিষয় নিয়ে আলোচনা হবে।”