“শুনছি, এটা নাকি কোনো মন্ত্রীর বাসা। এ জন্য আগুন দিছে।”
Published : 05 Aug 2024, 09:16 PM
শেখ হাসিনার পতনের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সারা দেশে বিভিন্ন স্থাপনায় হামলার খবর আসছে।
সোমবার রাতে ঢাকার ধানমন্ডিতে ভারতের ‘ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার’ এ আগুন দেওয়া হয়েছে।
জ্বলতে থাকার মধ্যেই সেখান থেকে জিনিসপত্র লুট করতে দেখা যায় বিশৃঙ্খলাকারীদের।
রাত সাড়ে ৮টায় দেখা যায়, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার থেকে জিনিসপত্র একদল লোক ভ্যানে করে নিয়ে যেতে দেখা যায়। তাদের একাধিকজনকে জিজ্ঞাসা করা হলেও তারা কেউই ভবনটির নাম বলতে পারেননি। তাদের একজন বলেন, “শুনছি, এটা নাকি কোনো মন্ত্রীর বাসা। এ জন্য আগুন দিছে। “
আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনার পাশাপাশি বেসরকারি নানা স্থাপনা ও প্রতিষ্ঠানেও হামলার খবর আসছে। বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্য্যানেলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
সাড়ে ১৫ বছর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুমুল গণআন্দোলনের মুখে সোমবার দুপুরে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ৩৬ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পর দেশজুড়ে সংঘাত আর তিন শতাধিক মানুষের মৃত্যুর মধ্যে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হল।