চিকিৎসকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে তার মুক্তির দাবি জানানো হয়েছে দলটির বিবৃতিতে।
Published : 20 Jan 2025, 01:45 AM
জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রামপুরায় গুলিবিদ্ধ হয়ে রিকশাচালক নিহতের ঘটনার মামলায় চিকিৎসককে কারাগারে পাঠানো দুঃখজনক বলে মন্তব্য করেছে বিএনপি।
রোববার এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে চিকিৎসকের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিও করেছে দলটি।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামের পাঠানো বিবৃতিতে বলা হয়, ”চিকিৎসক হয়রানি অতীতের ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনেরই প্রতিচ্ছবি।”
সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রামপুরার ডেল্টা হেলথকেয়ার হাসপাতালের সামনে গুলিবিদ্ধ হয়ে মো. ইসমাইল নামে ওই রিকশাচালকের মৃত্যু হয়।
ওই ঘটনায় শুক্রবার ডেলটা হেলথ কেয়ার হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাদি বিন শামস, মার্কেটিং অফিসার হাসান মিয়া, মেইনটেন্যান্স অফিসার বোরহান উদ্দিন, সিকিউরিটি গার্ড ইসমাইল ও নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ।
শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালতে হাজির করা হয় তাদের। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ নিয়ে রোববার বিএনপির বিবৃতিতে বলা হয়, চিকিৎসকদের কোনো অনিয়ম তদন্ত করার ক্ষেত্রে বিএমডিসি আছে, যারা তদন্ত করে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত। সেখানে কোনো ধরনের তদন্ত ছাড়াই চিকিৎসকদের এমন হয়রানি কোনো ষড়যন্ত্রের অংশ কি না তা খতিয়ে দেখা জরুরি।
"বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে পুলিশের নির্মমতায় শহীদ ইসমাইলের মাথার একটা অংশ থেতলে গিয়ে সে পড়েছিল। সেই অবস্থায় চিকিৎসক জীবনের ঝুঁকি নিয়ে তার চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করেন। অথচ সেই চিকিৎসককে আজ হত্যা মামলার আসামি করা হয়, যা অত্যন্ত দুঃখজনক।"
বিবৃতিতে অভিযোগ করা হয়, "যে পুলিশ গুলি করে ইসমাইলের মাথার খুলি উড়িয়ে দেন এবং কর্তব্যরত চিকিৎসককে সেবা প্রদানে বাধা দেন, সেই পুলিশই আবার ওই ডাক্তারের হাতে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যান। অথচ হত্যার সাথে জড়িত পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনও দৃশ্যমান নয়।
”এইসব হত্যাকাণ্ডের পেছনে থেকে যারা কলকাঠি নেড়েছেন, নির্দেশদাতা ছিলেন তাদের বিরুদ্ধে তদন্ত কিংবা দৃশ্যমান কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না।"
বিবৃতিতে ডা. রফিকুল বলেন, যে চিকিৎসক নিজের জীবন ঝুঁকিতে রেখে চিকিৎসা করার সর্বোচ্চ চেষ্টা করে, তাকে এমন হয়রানি নজিরবিহীন।
"একইসাথে আমরা যখন দেখতে পাই বিগত ফ্যাসিস্ট সরকারের চিকিৎসকরা যারা শান্তি সমাবেশ করেছে, চিকিৎসা প্রদানে বাধাদান করেছে তাদের এখনো পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে একটি বিশেষ মহলের সহায়তায় শাস্তির বদলে পুরষ্কার দেয়া হয় তখন সেটি আমাদের ব্যথিত করে।"
গ্রেপ্তার চিকিৎসককে মুক্তি ও তার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং ওই পরিস্থিতির জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে বিবৃতিতে।