বন্যা: ১০ জেলায় কোথায় কেমন ক্ষতি
সরকারি হিসেবে বন্যায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর তথ্য মিললেও স্থানীয় হিসেবে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
Published : 23 Aug 2024, 12:53 AM
Updated : 23 Aug 2024, 12:58 AM
উজানের টানা ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের পূর্বাঞ্চলের ১০ জেলায় পানিবন্দি হয়ে পড়েছে ৫ লাখ ৮৬ হাজার ৪০ পরিবার।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, এসব জেলার মোট ৬৫ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩৬ লাখ ৪৫ হাজার ৫৫২ জন মানুষ।
সরকারি হিসেবে বন্যায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর তথ্য মিললেও স্থানীয় হিসেবে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ফেনী
- এ জেলার ছয়টি উপজেলার ১৫টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত।
- পানিবন্দি ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৩ লাখ৷
- বন্যার পানিতে ডুবে একজনের মৃত্যু৷
- আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে ৭৮টি৷
- আশ্রয়কেন্দ্রে লোকসংখ্যা ২০ হাজার৷
- মেডিকেল টিম ৭৬টি৷
- নগদ ৬২ লাখ টাকা এবং ত্রাণ (চাল) ২ হাজার ৯শ’ টন ও শুকনা খাবার ৬ হাজার প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।
কুমিল্লা
- কুমিল্লার ১২টি উপজেলার ১২৪টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত ।
- পানিবন্দি পরিবার সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৬৬১।
- বন্যাকবলিত লোকসংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৬০০ জন৷
- আশ্রয় কেন্দ্রের সংখ্যা ৫৮৭টি৷
- আশ্রয়কেন্দ্রে যাওয়া মানুষের সংখ্যা ৪ হাজার ৩০২ জন এবং গবাদিপশু ৬৬৭টি৷
- নগদ ৪৫ লাখ টাকা এবং ত্রাণ (চাল) ২ হাজার ৬০০ টন বরাদ্দ দেওয়া হয়েছে।
নোয়াখালী
- নোয়াখালী জেলার আটটি উপজেলার ৮৬টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত ।
- পানিবন্দি পরিবার ১ লাখ ৮৪ হাজার ৯০০টি এবং ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ১৯ লাখ ৮০ হাজার জন৷
- আশ্রয়কেন্দ্র খোলার সংখ্যা ৩৮৮টি৷
- আশ্রয়কেন্দ্রে আশ্রিত লোকসংখ্যা ৩৬ হাজার ১১৫ জন ও আশ্রিত গবাদি পশুর সংখ্যা ৪ হাজার ৭১৪টি৷
- মেডিকেল টিম চালু ৮৮টি৷
- নগদ ৪৫ লাখ টাকা এবং ত্রাণ (চাল) ২ হাজার ৬০০ টন ও শুকনো খাবার ১ হাজার প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত জেলা
|
ক্ষতিগ্রস্ত উপজেলা
|
ক্ষতিগ্রস্ত ইউনিয়ন
|
পানিবন্দি পরিবার
|
ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা
|
কুমিল্লা
|
১২
|
১২৪
|
১৫৪৬৬১
|
১৮৯৬০০
|
ফেনী
|
৬
|
১৫
|
|
৩০০০০০
|
চট্টগ্রাম
|
৯
|
৯৩
|
৪৫৯১৬
|
২০৪৮৫০
|
খাগড়াছড়ি
|
৮
|
২৭
|
৩৩৫২২
|
১১০৭১৮
|
নোয়াখালী
|
৮
|
৮৬
|
১৮৪৯০০
|
১৯৮০০০০
|
মৌলভীবাজার
|
৭
|
৪৭
|
৩৬৭১১
|
১৫২৪২৫
|
হবিগঞ্জ
|
৫
|
২২
|
৮২৪০
|
৩৩৪৬৮
|
ব্রাহ্মণবাড়িয়া
|
২
|
৮
|
১১৯০
|
৪৯৯১
|
সিলেট
|
৩
|
১৫
|
|
৬৫০০০
|
লক্ষীপুর
|
৫
|
৫৮
|
১২০৯০০
|
৬০৪৫০০
|
১০
|
৬৫
|
৪৯৫
|
৫৮৬০৪০
|
৩৬৪৫৫৫২
|
চট্টগ্রাম
- বন্যায় চট্টগ্রাম জেলার নয়টি উপজেলার ৯৩টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে৷
- পানিবন্দি পরিবার সংখ্যা ৪৫ হাজার ৯১৬ এবং ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ২ লাখ ৪ হাজার ৮৫০ জন৷
- আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে ৮৪টি৷
- আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৩ হাজার ৪১৫ জন এবং গবাদি পশু ২১৬টি।
- মেডিকেল টিম চালু রয়েছে ১১১টি৷
- নগদ ৩৫ লাখ টাকা এবং ত্রাণ (চাল) ১ হাজার ৬০০ টন বরাদ্দ দেওয়া হয়েছে।
মৌলভীবাজার
- মৌলভীবাজারের সাতটি উপজেলার ৪৭টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত।
- পানিবন্দি পরিবার সংখ্যা ৩৬ হাজার ৭১১টি। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ১ লাখ ৫২হাজার ৪২৫ জন৷
- আশ্রয়কেন্দ্র খোলার সংখ্যা ৪৭টি৷
- আশ্রয়কেন্দ্রে যাওয়া মানুষের সংখ্যা ৪ হাজার ৭৩৮ জন এবং আশ্রিত গবাদি পশু ৩২৪টি৷
- মেডিকেল টিম চালু আছে ৩৫টি৷
- নগদ ৩০ লাখ টাকা এবং ত্রাণ (চাল) ২ হাজার ৩৫০ টন ও শুকনা খাবার ১ হাজার প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।
খাগড়াছড়ি
- বন্যায় খাগড়াছড়ি জেলার আটটি উপজেলার ২৭টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত।
- পানিবন্দি পরিবার সংখ্যা ৩৩ হাজার ৫২২ এবং ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ১ লাখ ১০ হাজার ৭১৮ জন৷
- আশ্রয়কেন্দ্র খোলা হয়েছো ৯৯টি৷
- আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারীর সংখ্যা ৯ হাজার ১৩ জন এবং আশ্রিত গবাদি পশুর সংখ্যা ১ হাজার ৮৩৪টি৷
- মেডিকেল টিম চালু ১৮টি৷
- ত্রাণ নগদ ১০ লাখ টাকা এবং (চাল) ৫০০ টন বরাদ্দ দেওয়া হয়েছে।
হবিগঞ্জ
- বন্যায় হবিগঞ্জ জেলার পাঁচটি উপজেলার ২২টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত।
- পানিবন্দি পরিবার সংখ্যা ৮ হাজার ২৪০ এবং ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৩৩ হাজার ৪৬৮ জন৷
- আশ্রয়কেন্দ্র খোলার সংখ্যা ১১৬টি৷
- >> আশ্রয়কেন্দ্রে গিয়েছেন ১৪০ জন৷
- >> নগদ ৩৫ লাখ টাকা এবং ত্রাণ (চাল) ২ হাজার ৪০০ টন ও শুকনা খাবার ৩ হাজার প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া
- বন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার দুটি উপজেলার আটটি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত।
- পানিবন্দি পরিবার সংখ্যা ১ হাজার ১৯০ এবং ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪ হাজার ৯৯১ জন৷
- মৃত লোক সংখ্যা একজন।
- আশ্রয়কেন্দ্র খোলার সংখ্যা ১১টি৷
- আশ্রয়কেন্দ্রে গেছেন ৪৮ জন৷
- মেডিকেল টিম চালু আছে ছয়টি৷
- নগদ ১৫ লাখ টাকা এবং ত্রাণ (চাল) ১ হাজার ৬০০ টন বরাদ্দ দেওয়া হয়েছে।
সিলেট
- বন্যায় সিলেট জেলার তিনটি উপজেলার ১৫টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে৷
- ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৬৫ হাজার জন৷
- আশ্রয়কেন্দ্র খোলার সংখ্যা ৬৫১টি৷
- আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারীর সংখ্যা ১৮ জন৷
- নগদ ৪৫ লাখ টাকা এবং ত্রাণ (চাল ২ হাজার ৬০০ টন ও শুকনো খাবার ৪ হাজার প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর
- বন্যায় লক্ষ্মীপুর জেলার পাঁচটি উপজেলার ৫৮টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে৷
- পানিবন্দি ১ লাখ ২০ হাজার ৯০০ পরিবার এবং ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৬ লাখ ৪ হাজার ৫০০ জন৷
- আশ্রয়কেন্দ্র খোলা ১৮৫টি৷
- আশ্রয়কেন্দ্রে গেছেন ৪ হাজার ৯০৫ জন৷
- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে নগদ ১০ লাখ টাকা এবং ত্রাণ (চাল) ৫০০ টন বরাদ্দ দেওয়া হয়েছে।