যাত্রাবাড়ী থানার সামনে বাসে আগুন

এ দিন রাতেই রাজশাহীর পুঠিয়ায় বাসে এবং গাজীপুরের মীরের বাজারে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2023, 05:53 PM
Updated : 19 Nov 2023, 05:53 PM

বিএনপির ডাকা হরতালের প্রথম দিন রোববার সন্ধ্যায় ঢাকার যাত্রাবাড়ী থানার সামনে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, রাত ১০টার দিকে দুর্বৃত্তরা যাত্রাবাড়ী থানার সামনে একটি বাসে আগুন দেয়। পরে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

এ দিন রাতেই রাজশাহীর পুঠিয়ায় বাসে এবং গাজীপুরের মীরের বাজারে একটি ট্রাকে অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস।

সবমিলিয়ে শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার রাত ১১টা পর্যন্ত ১৪টি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ জানিয়ে যে তফসিল ঘোষণা করা হয়েছে, তার প্রতিবাদে রোববার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে বিএনপি।