উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা শুরু

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৫১ হাজার ২২৮ জন শিক্ষার্থী এ বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2022, 04:13 AM
Updated : 19 August 2022, 04:13 AM

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে ২৭৫টি কেন্দ্রে।

বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুক্রবার সকাল ১০টায় এবারের পরীক্ষা শুরু হয়েছে। দুই ঘণ্টার এ পরীক্ষা চলবে বেলা ১২টা পর্যন্ত।

একই দিন দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা নেওয়া হবে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৫১ হাজার ২২৮ জন শিক্ষার্থী এ বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছে।

করোনাভাইরাস কারণে পুনর্বিন্যস্ত পাঠ্যক্রমে এ পরীক্ষা নেওয়া হচ্ছে। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষা হবে ৫০ নম্বরে। অন্যান্য বিষয়ের পরীক্ষা ৫৫ নম্বরে।

পরীক্ষার্থীদের ৪০ নম্বরের সৃজনশীল ও ১৫ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে।

যেসব পরীক্ষায় ব্যবহারিক অংশ (১০ নম্বরের) রয়েছে, সেসব বিষয়ের ৪৫ নম্বরে তত্ত্বীয় পরীক্ষা হবে। এর মধ্যে সৃজনশীলে ৩০ নম্বর ও বহুনির্বাচনী প্রশ্নে ১৫ নম্বর থাকবে।

শুক্রবার শুরু হওয়া এই পরীক্ষা ১৬ সেপ্টেম্বর শেষ হবে। প্রতি শুক্র ও শনিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী, ২০ অগাস্ট দুপুর ২টায় উচ্চতর গণিত, ২৬ অগাস্ট সকাল ১০টায় ইংরেজি প্রথম পত্র, দুপুর ২টায় ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হবে।

এছাড়া ২ সেপ্টেম্বর সকালে গণিত, দুপুরে অর্থনীতি, ৩ সেপ্টেম্বর সকালে ভূগোল ও পরিবেশ এবং ৯ সেপ্টেম্বর সকালে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ব্যবসায় উদ্যোগ ও পদার্থবিজ্ঞান পরীক্ষা হবে।

৯ সেপ্টেম্বর দুপুরে ২টায় কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান পরীক্ষা নেওয়া হবে। শেষ দিন ১৬ সেপ্টেম্বর সকালে হিসাববিজ্ঞান ও রসায়ন, এবং দুপুরে ফিন্যান্স ও ব্যাংকিং, জীববিজ্ঞান এবং পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পরীক্ষা হবে।

পরীক্ষায় নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীরা। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে। ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ পরীক্ষাকেন্দ্র বা ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের সৃজনশীল, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে আলাদাভাবে পাস করতে হবে।