"এখন একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা এসেছে। আকাঙ্ক্ষা পূরণ করব, এটাই অঙ্গীকার”, বলেন তিনি।
Published : 02 Nov 2024, 08:51 PM
আগামীর বাংলাদেশে কোনো নিপীড়ন দেখতে চান না অন্তর্বর্তী সরকারের পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেছেন, এটি সরকারের অঙ্গীকার ও সেই অঙ্গীকার পূরণে তারা কাজ করে যাচ্ছেন।
শনিবার বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
সাংবাদিক এহসান মাহমুদের 'স্বাধীনতা গণতন্ত্র মানবাধিকার আওয়ামী লীগের শাসনামল বাংলাদেশ ২০০৯-২০২৩' বইয়ের পাঠ পর্যালোচনা শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গীয় সাহিত্য সভা ও প্রকাশনা প্রতিষ্ঠান 'আদর্শ'।
রিজওয়ানা হাসান বলেন, "এখন একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা এসেছে। আকাঙ্ক্ষা পূরণ করব, এটাই অঙ্গীকার। এটা কেবল যে সরকারের অঙ্গীকার, তা নয়। এই অঙ্গীকার আমাদের সকলের।"
মানবাধিকার বলতে এতদিন কেবল সবাই একটা অফিসই চিনেছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, "এতদিন স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার বলতে কিছু ছিল না।
"প্রশাসন দীর্ঘদিন ধরে ফ্যাসিজমের কমান্ড শুনতে শুনতে অভ্যস্ত হয়ে আছে। আগামীর বাংলাদেশে আর কোনো নিপীড়ন দেখতে চাই না।”
এহসান মাহমুদের বইটি বিগত সরকারের দমনপীড়ন বুঝতে সহায়ক হবে মন্তব্য করে সুইডেনভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল বলেন, "বইয়ের কন্টেন্ট একটা সময়ের দলিল। আওয়ামী লীগ যখন ‘জুলুম’ করে যাচ্ছে, তখনকার সময় কথা এখানে লিপিবদ্ধ আছে।"
এই বইয়ে বিএনপির তার রাজনৈতিক ভবিষ্যতের একটা পথনির্দেশিকা পাবে বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরীন বলেন, "আমরা বারবার বলছি, তরুণদের পালস বুঝতে পারছেন না। সাধারণ মানুষ একটা শান্তিপূর্ণ জীবন চেয়েছে। সাধারণ মানুষ আন্দোলনে যা বলতে চেয়েছে, তা যদি আমরা বুঝতে না পারি, তবে স্বাধীনতা গণতন্ত্র, যা-ই বলি, তা টেকসই হবে না।"
দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান বলেন, "এহসানের বইটি পড়ে মনে হতে পারে, এটি যেন বিএনপি নিয়ে লিখেছেন। কিন্তু তা নয়। এহসান আসলে লিখেছেন স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকারের পক্ষে।"
দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, "আমরা রাষ্ট্র পরিবর্তন করেছি, বহুবার সরকার পরিবর্তন করেছি- কিন্তু সমাজ কি পরিবর্তন হয়েছে? সমাজ পরিবর্তন করতে হবে।
“যাদের জন্য আমরা লিখি, তারা তো শুনেন না। আমরা এরকম সমাজ চাই, যেখানে ধর্মের নামে আদর্শের নামে কোনো হত্যা হবে না।"
লেখক, গবেষক ও শিক্ষক পারসা সানজানা সাজিদ বলেন, "মতপ্রকাশের স্বাধীনতা দরকার, ক্ষমতার দমনপীড়ন থেকে বেরিয়ে আসা দরকার।"
লেখক প্রতিক্রিয়ায় এহসান মাহমুদ বলেন, "জুলাই আন্দোলনে কার কী ভূমিকা, সেটা সবার জানা। সাধারণ মানুষের অনেক প্রত্যাশা জন্মেছে এই আন্দোলনের সফলতার পর। এখন আমার কথাসাহিত্যিক বন্ধুটি তেমন উপন্যাস লিখতে চান, যার জন্য কেউ তাকে হুমকি দেবে না। এখন অনেক প্রত্যাশা যে তৈরি হয়েছে, তা যেন সবাই মিলে একত্রে পূরণ করতে পারি।"