আগামী শনিবার আরাফাতের ময়দানে হবে হজের মূল আনুষ্ঠানিকতা। পরদিন কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন হবে।
Published : 13 Jun 2024, 11:39 PM
চলতি বছরের হজযাত্রার সব পূর্ব নির্ধারিত ফ্লাইট সৌদি আরব গেছে; যেগুলোতে বাংলাদেশ থেকে হজে গিয়েছেন ৮৫ হাজার ১২৯ জন।
শুক্রবার হজের আনুষ্ঠানিকতা শুরুর আগেই সবাই রওনা দিয়েছেন। ধর্ম মন্ত্রণালয়ের বুধবার রাতের সবশেষ বুলেটিনে হজযাত্রার এ তথ্য দেওয়া হয়েছে। ওই দিনই শেষ ফ্লাইটে রওনা হন হজযাত্রীরা।
মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, হজযাত্রীদের নিয়ে যেতে বিমান বাংলাদেশ ১০৬টি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ৭৫টি এবং ফ্লাইনাস ৩৭টি ফ্লাইট পরিচালনা করেছে।
সৌদি আরবে গত শুক্রবার থেকে জিলহজ মাস গণনা শুরু হয়েছে। সেই অনুযায়ী, হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে পরের শুক্রবার ৮ জিলহজ থেকে। আগামী ১৫ জুন শনিবার আরাফাতের ময়দানে হবে হজের মূল আনুষ্ঠানিকতা হবে। পরদিন কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন হবে।
বাংলাদেশ থেকে গতবারের মত এবারও বিমান বাংলাদেশসহ তিনটি এয়ারলাইন্স সৌদি আরবে ফ্লাইট পরিচালনা করেছে।
হজযাত্রা শুরু হয় গেত ৯ জুন। সেদিন ৪১৫ জন যাত্রী নিয়ে সৌদি আরবে পৌঁছায় বিমানের একটি ফ্লাইট। হজযাত্রার শেষ ফ্লাইট ছিল ১২ জুন।
হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ ফ্লাইট রওনা দেবে ২২ জুলাই।
এ বছর সরকারি হজযাত্রীর কোটা ছিল ৪ হাজার ৫৬২টি এবং বেসরকারি হজযাত্রীর কোটা ছিল ৮০ হাজার ৬৯৫টি।
চলতি বছরে ধর্ম মন্ত্রণালয় নির্ধারিত সাধারণ হজ প্যাকেজের মূল্য ছিল ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা।
এ বছর ২৫৯টি এজেন্সি বাংলাদেশ থেকে হজে লোক পাঠিয়েছে। এগুলোর মধ্যে ৬০টি এজেন্সিকে বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে।
এর মধ্যে ৭টি এজেন্সির নিবন্ধন সনদ বাতিল করা হয়েছে। বাকিগুলোকে অর্থদণ্ড, তিরস্কার এবং সতর্ক করা হয়েছে।
এ বছর হজে গিয়ে এখন পর্যন্ত ১৭ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে পুরুষ ১৫ জন এবং নারী ২ জন। এদের মধ্যে মক্কায় ১৩ জন এবং মদিনায় ৪ জন মারা গেছেন।
সবশেষ কুমিল্লার নাঙলকোটের মো. শাহ আলম নামে একজন মারা গেছেন। ৭৭ বছর বয়সী শাহ আলম ফ্লাইনাসের একটি ফ্লাইটে গত ৮ জুন মক্কায় পৌঁছান।
সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইটগুলোর মধ্যে বিমানের ১২৫টি, সৌদি অ্যারাবিয়ানের ৭৭টি, ফ্লাইনাস ৩৭টি ফ্লাইট পরিচালনা করার কথা রয়েছে।
হজ নিয়ে ভোগান্তি:দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর
অনিশ্চয়তা কাটল আরও ৩৬৪ হজযাত্রীর, প্রতারণার দায়ে নিষিদ্ধ এক মোনাজ্জেম
৩৬৪ জনের হজযাত্রা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেল
অর্থ স্থানান্তর করেনি ব্যাংক, জটিলতায় ৬৮২ জনের হজযাত্রা
৪১৫ যাত্রী নিয়ে সৌদি গেল প্রথম হজ ফ্লাইট