তৈমুর কানে হেডফোন লাগিয়ে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। ওই সময়ে দুই দিক থেকে দুটি ট্রেন আসছিল।
Published : 28 Nov 2023, 12:52 PM
রাজধানীতে কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার হওয়ার সময়ে ‘ট্রেনে কাটা পড়ে’ এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
৩৪ বছর বয়সী নূর ই আলম তৈমুর বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনের একজন কর্মকর্তা। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে খিলক্ষেত এলাকায় তিনি দুর্ঘটনায় পড়েন বলে রেল পুলিশের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ সানু মং মারমা জানান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, “তৈমুর কানে হেডফোন লাগিয়ে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। ওই সময় দুই দিক থেকে দুটি ট্রেন আসছিল।
“তৈমুর একটি ট্রেন দেখলেও অন্যটি খেয়াল করেননি। চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়েন তিনি।“
সাত মাস বয়সী এক সন্তানের বাবা তৈমুরের বাড়ি ঢাকার মোহাম্মদপুরে। খিলক্ষেত এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি।