সেই তালিকা বাসে বাসে টানানোর কথাও বলেছে সংগঠনটি
Published : 24 Sep 2024, 04:30 PM
শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া আদায় নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিআরটিএর কাছে ভাড়ার তালিকা তৈরির দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।
সেই তালিকা বাসে বাসে টানানোর কথাও বলেছে সংগঠনটি।
মঙ্গলবার থেকে রাজধানীতে সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সপ্তাহে সাত দিনই শিক্ষার্থীদের জন্য অর্ধেক বাসভাড়া চালুর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
এই সুবিধা পর্যায়ক্রমে সব মহানগরে চালুরও ঘোষণা দেয় তারা।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে যাত্রী কল্যাণ সমিতি বলেছে, শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া আদায়ে ও ছাত্রছাত্রী-পরিবহন শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা নিষ্পত্তির জন্য বিআরটিকে ভাড়ার তালিকা প্রণয়ন করতে হবে।
যাত্রী কল্যাণ সমিতি বলছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ২০২১ সালের শেষের দিকে প্রথমে ঢাকা মহনগরের জন্য এই ঘোষণা দেয়। পরে চট্টগ্রামসহ দেশের যেসব মহানগরে সিটি সার্ভিস চালু আছে, সেসব শহরেও এ সুবিধা শিক্ষার্থীরা পাবে বলে সরকার জানিয়েছিল।
কিন্তু, শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার পৃথক সরকারি তালিকা না থাকায় বাসের কর্মচারীদের সঙ্গে বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের দ্বন্দ্ব হয়েছে। কখনো কখনো গাড়ি ভাঙচুরেরও ঘটনা ঘটেছে।
কোথাও-কোথাও শিক্ষার্থীদের বাস থেকে ফেলে দেওয়া, শিক্ষার্থীর ইউনিফর্ম দেখলে বাসে না নেওয়ার অভিযোগও এসেছে।
যাত্রী কল্যাণ বলছে, “বাস্তবতা হচ্ছে সিটি সার্ভিসের বাসে হাফ ভাড়া নেওয়ার ঘোষণা দেন বাস মালিক সমিতির নেতারা। অথচ বাস মালিকেরা দৈনিক ইজারা চুক্তিতে বাসের চালক বা ভাড়া আদায়কারী শ্রমিকের হাতে বাসটি প্রতিদিন নির্র্দিষ্ট অংকের টাকার চুক্তিতে লিজ দেন।
“শিক্ষার্থীদের হাফ ভাড়া নিলে বাসে ভাড়া আদায় কিছুটা কমে যায়। যার পুরো দায় দৈনিক চুক্তিতে বাসটি পরিচালনাকারী ওই বাসের চালক বা সহকারীর কাঁধে ওঠে। এই কারণে বাসের চালক শ্রমিকের ছাত্রদের মুখোমুখি হতে হয়।”
এমন পরিস্থিতিতে বাস ভাড়া নির্ধারণের শর্ত অনুযায়ী মালিকের মুনাফায় বাস চালানো নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য বাসে বিআরটিএর নেতৃত্বে সরকারিভাবে পৃথক বাস ভাড়ার তালিকা দেওয়ার কথা বলেছে সংগঠনটি।
আরও পড়ুন:
সপ্তাহের ৭ দিনই শিক্ষার্থীদের জন্য অর্ধেক বাসভাড়া
সব মহানগরেই বাসে শিক্ষার্থীদের জন্য 'হাফ' ভাড়ার ঘোষণা
শর্ত দিয়ে ঢাকার শিক্ষার্থীদের ‘হাফ’ ভাড়ার দাবি মানলেন বাস মালিকরা