সুপ্রিম কোর্টে সোমবার দুপুরে প্রায় আধঘণ্টা তারা বৈঠক করেন।
Published : 31 Jul 2023, 05:47 PM
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ।
সুপ্রিম কোর্টে সোমবার দুপুর দেড়টার পর প্রায় আধঘণ্টা তারা বৈঠক করেন।
দুপুর ১টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্টে আসেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তার সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম ও যুগ্ম সচিব মাহবুবুর রহমান সরকার।
তাদের অভ্যার্থনা জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান এবং স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন।
বৈঠক শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, তিনি এবং নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা দীর্ঘদিন বিচার বিভাগে কাজ করেছেন। তাই তারা সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন।
সিইসি বলেন, “আমরা প্রধান বিচারপতির কাছে শপথ নিয়েছিলাম। আমি নিজে এবং কমিশনের দুজন সদস্য দীর্ঘদিন বিচার বিভাগে কাজ করেছি। প্রধান বিচারপতি অবসরে যাবেন; তাই তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছি, এতটুকুই।”
একই কথা বলেন হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সিইসি এক সময় বিচার বিভাগে কাজ করেছেন। প্রধান বিচারপতি মহোদয়ের সঙ্গে কাজ করেছেন। তাই তিনি সৌজন্য সাক্ষাতে এসেছিলেন, আর কিছু নয়।
“এ ছাড়া তার (সিইসি) কিছু প্রকাশনাও রয়েছে; সেসব নিয়েও কথা বলেছেন।”
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কথা হয়েছে কিনা জানতে চাইলে না-সূচক উত্তর দেন তিনি।
এবছর সেপ্টেম্বরে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী অবসরে যাবেন।