শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে মালদ্বীপে যাওয়ার কথা ছিল ওই যাত্রীর।
Published : 28 Feb 2025, 12:24 PM
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ হাজার ৪০০ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যিনি মাদক বহন করছিলেন সঙ্গের একটি ব্যাগের মধ্যে পোটলায় করে।
শুক্রবার সকালে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ওই ব্যক্তিকে আটক করেছে বলে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মুহাম্মদ কাউছার মাহমুদ জানিয়েছেন।
এ ঘটনায় আটক যাত্রীর নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মাহমুদ বলেছেন শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে মালদ্বীপে যাওয়ার কথা ছিল ওই যাত্রীর।
“পরে বহির্গমনকালে চেক ইন রো-সিতে তার ব্যাগ স্ক্যানিং করা হয়। এরপর কালো রঙের পোটলায় মোড়ানো ৮ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।"
আটক হওয়া ইয়াবাসহ যাত্রীকে বিমানবন্দর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ শাখার হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাহমুদ।
এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এই কর্মকর্তা।