বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার ফেইসবুক আইডি বুধবার রাত থেকে নিষ্ক্রিয় দেখা যায়।
Published : 02 Jan 2025, 11:02 PM
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের সজীব ভূঁইয়ার নিষ্ক্রিয় ফেইসবুক আইডিটি সচল হয়েছে। তবে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ অন্যদের আইডি এখনো খুঁজে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপদেষ্টা আসিফ মাহমুদ নামে উপদেষ্টার এই ফেইসবুক আইডি সচল পাওয়া যায়। তবে আইডিটিতে আগের মত ভেরিফায়েড (ব্লু টিক) দেখা যায়নি।
বুধবার বিকেল থেকে আসিফ মাহমুদের আইডিটি সচল অবস্থায় পাওয়া যায়নি। সেদিন রাতে তিনিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার ফেইসবুক আইডি নিষ্ক্রিয় দেখা যায়।
ফেইসবুক আইডি সক্রিয় করার বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ নূর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার আইডিটি ডিএক্টিভ করে রেখেছিলেন। তবে এখন আইডিটি সচল রয়েছে।
“তবে ভেরিফাইড (ব্লু টিক) কেন দেখাচ্ছে না সে বিষয়ে কিছু জানা নেই।”
ব্যক্তিগত আইডি ছাড়াও আসিফ মাহমুদের ভেরিফায়েড একটি ফেইসবুক পেজ রয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নামে। সেটি সারাক্ষণ সচল ছিল।
বুধবার রাতে আসিফ মাহমুদ ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু সাদিক কায়েম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও অনলাইন একটিভিস্ট সাইদ আব্দুল্লাহর ফেইসবুক আইডি নিষ্ক্রিয় দেখা যায়।
বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর আইডি নিষ্ক্রিয় দেখা গেছে।
আগের দিন বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “সাইদ আব্দুল্লাহ ও খান তালাত মাহমুদ রাফির ফেইসবুক আইডি হ্যাক হয়েছে। বাকিরা আমরা সবাই নিজেরাই ডিএক্টিভ করে রেখেছি।”