“আপনার উপস্থিতি এই সমাবেশকে আরও উজ্জ্বল করেছে।আমরা আপনার মতো বরেণ্য ব্যক্তির কাছ থেকে শিখি,”বলেন আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী।
Published : 13 Feb 2025, 07:17 PM
সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করেছেন।
বৃহস্পতিবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভার্নমেন্ট সামিটের (ডব্লিউজিএস) ফাঁকে তাদের বৈঠক হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বাসস।
বিশ্বের শীর্ষস্থানীয় রাষ্ট্রনেতাদের মর্যাদাপূর্ণ এই বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে আব্দুল রহমান বলেন, “আপনার উপস্থিতি এই সমাবেশকে আরও উজ্জ্বল করেছে।আমরা আপনার মতো বরেণ্য ব্যক্তির কাছ থেকে শিখি।”
বৈঠকে ডব্লিউজিএসএর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আমিরাতের মন্ত্রী বলেন, “ডব্লিউজিএস সারা বিশ্ব থেকে আসা অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে শিক্ষা নিচ্ছে।”
মোহাম্মদ আল ওয়াইস বাংলাদেশের গুরুত্বপূর্ণ এ সময়ে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান।
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে বাংলাদেশ ও সংযুক্ত আরব-আমিরাতের সম্পর্ক আরও গভীর হবে এবং আগামী বছরগুলোতে ব্যবসা-বাণিজ্য ও স্বাস্থ্য খাতে দুই দেশের সহযোগিতা আরো বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যখাতের উন্নতি এবং প্রধান রোগগুলো প্রতিরোধে দেশটির অগ্রগতি দেখে তিনি ‘মুগ্ধ’।
দশ লাখের বেশি বাংলাদেশিকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য আমিরাত সরকারকে ধন্যবাদ জানান তিনি।
অন্যদের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ বৈঠকে উপস্থিত ছিলেন।