অবরোধের কারণে বেলা দেড়টার দিকে মহাখালী থেকে তেজগাঁওগামী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তাতে যানজট দেখা যায় আশপাশের বিভিন্ন সড়কে।
Published : 10 Sep 2024, 03:16 PM
নার্সিং শিক্ষার্থী এবং নার্সিং পেশা নিয়ে ‘অবমাননাকর বক্তব্য’ দেওয়ার অভিযোগ তুলে প্রতিষ্ঠানের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার মহাখালীতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়ে তারা মহাখালীতে সড়ক অবরোধ করেছেন।
তাদের এই অবরোধের কারণে বেলা দেড়টার দিকে মহাখালী থেকে তেজগাঁওগামী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তাতে যানজট দেখা যায় আশপাশের বিভিন্ন সড়কে।
দুপুরে মহাখালী রেলক্রসিংয়ের সামনের সড়কে গিয়ে দেখা যায়, ঢাকার বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তারা মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
মাহফুজ আহমেদ নামে একজন শিক্ষার্থী বলেন, বিভিন্ন দাবি নিয়ে তারা সোমবার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সে সময় মহাপরিচালক তাদের সঙ্গে ‘বাজে আচরণ’ করেন। তিনি বলেন, নার্সদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেওয়া সরকারের ‘ভুল’ ছিল।
“তিনি আমাদের নিয়ে, আমাদের পেশা নিয়ে অবমাননাকর কথা বলেছেন। এজন্য আজ আমরা তার কাছে এর ব্যাখ্যা চাইতে এসেছিলাম। এসে দেখি তিনি অফিসে নাই। তার পদত্যাগের দাবিতে আমরা রাস্তা অবরোধ করেছি।"
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর মঙ্গলবার অফিসে আসেননি। শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে কথা বলতে তার মোবাইল ফোন করলেও ধরেননি।