বিমানবন্দরের ডিপার্চার লাউঞ্জে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন ওই যাত্রী।
Published : 11 Jan 2025, 10:23 PM
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপার্চার লাউঞ্জে ব্যাংককগামী এক যাত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন, যাকে পরে চিকিৎসা দিয়ে নির্ধারিত ফ্লাইটে পাঠানো হয়েছে।
শনিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ওই যাত্রীর নাম কা ঝু ঝু কি সু এন আঝা। বেলা ১২টা ২০ মিনিটে ঢাকা থেকে ব্যাংককগামী থাই এয়ারওয়েজের টিজি-৩২২ ফ্লাইটের যাত্রী ছিলেন তিনি।
বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, বিমানবন্দরের চেক ইন ও ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে তিনি ডিপার্চার লাউঞ্জে অবস্থান করছিলেন। তখন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
তিনি উচ্চ রক্তচাপ ও হৃদরোগের জটিলতায় ভুগছিলেন। পরে বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ স্থানীয় হাসপাতালের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা দিলে তিনি সুস্থ অনুভব করেন। এরপর তাকে হুইল চেয়ারে করে উড়োজাহাজে নেওয়া হয়।