“যারা প্রবাসে শ্রমিক আছেন, কষ্ট করে আমাদের রেমিট্যান্স পাঠান, তাদেরকে আমরা উপযুক্ত মর্যাদা দিতে পারি নাই”, বলেন উপদেষ্টা আসিফ নজরুল।
Published : 05 Oct 2024, 10:33 PM
আগামী দুই সপ্তাহের মাঝে প্রবাসীদের জন্য বিমানবন্দরে আলাদা লাউঞ্জ চালু ঘোষণা দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।
শনিবার মালয়েশিয়ার একটি সামাজিক সুরক্ষা সংস্থার সঙ্গে বাংলাদেশের সহযোগিতা স্মারক সইয়ের অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।
আসিফ নজরুল বলেন, “আমরা অলরেডি জায়গা ঠিক করেছি। সিভিল এভিয়েশনের সাথে কথা হয়েছে। আমরা বলেছি, খুব দ্রুত …”
পরে এক কর্মকর্তাকে উদ্দেশ করে তিনি বলেন, “মাসখানেকের মধ্যে যেন এটা হয়, মানে দুই সপ্তাহের মধ্যে যাতে হয়।”
এটা হলে প্রবাসীদের যন্ত্রণা লাঘব হবে মত দিয়ে উপদেষ্টা বলেন, “উনাদের সাথে এসকর্ট করে একজন যাবে। প্লেনে ওঠার আগ পর্যন্ত প্রতিটা স্তরে তাদের সাথে মানুষ থাকবে। এটা উনাদের প্রতি কোনো উদারতা না, এটা হচ্ছে উনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা।”
প্রবাসীকল্যাণ ভবনে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য, পেশাগত নিরাপত্তা এবং কল্যাণে মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন সামাজিক নিরাপত্তা সংস্থা পারকেসোর সঙ্গে বাংলাদেশের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহযোগিতা স্মারক সই হয় অনুষ্ঠানে।
সমঝোতার আওতায় মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের বিভিন্ন ধরনের ঝুঁকি ও মৃত্যুর ক্ষেত্রে তাদের ও তাদের পরিবারের সহায়তা করবে পারকেসো।
আসিফ নজরুল বলেন, “এটা বহু আগেই করা উচিত ছিল। যারা প্রবাসে শ্রমিক আছেন, কষ্ট করে আমাদের রেমিট্যান্স পাঠান, তাদেরকে আমরা উপযুক্ত মর্যাদা দিতে পারি নাই। এই মর্যাদা দেওয়া, এই কল্যাণ নিশ্চিত করা, সেগুলোর জন্য আমাদের সরকার প্রধান উপদেষ্টার নেতৃত্বে কাজ করে যাচ্ছে এবং আমরা এটা করতে বদ্ধপরিকর।”
মালয়েশিয়ার শ্রম বাজারে ‘সিন্ডিকেট’ চায় না ঢাকা
মালয়েশিয়ায় বন্ধ হওয়া শ্রম বাজার চালুর অনুরোধের পাশাপাশি ১০০ কোম্পানির তৈরি হওয়া ‘সিন্ডিকেট’ ভেঙে সব রিক্রুটিং এজেন্সির জন্য বাজার খুলে দিতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ করা হয়েছে বলেও জানান উপদেষ্টা।
“আমরা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তিনটি অনুরোধ করেছি। প্রথমত, মালয়েশিয়াতে যে বাজার বন্ধ আছে, এই বাজারটাকে উন্মুক্ত করা। দ্বিতীয় অনুরোধ করেছি, ১০০ জনের যে (সিন্ডিকেট) ছিল, সেটা বাদ দিয়ে রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে উন্মুক্ত করে দেওয়া।
“তৃতীয়ত বলেছিলাম যে, মজুরি বাড়ানো যায় কি না। উনি (আনোয়ার ইব্রাহিম) শুনেছেন, সহানুভূতির সঙ্গে শুনেছেন। তো আমরা এখন আরও চেষ্টা করব।”
প্রবাসীদের কল্যাণের জন্য, কর্মসংস্থান বৃদ্ধির জন্য যা করা দরকার সরকার তা করবে বলেও জানান আসিফ নজরুল।
অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান এবং পারকেসোর গ্রুপ সিইও মোহাম্মদ আজমান বিন আজিজ মোহাম্মদ সিই করেন। উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. রুহুল আমিন।