সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া ও অন্তর্বর্তী সরকারের বৈধতার বিষয়টি আপিল বিভাগের আদেশেই সমাধান হয়েছে, বলেছেন তিনি।
Published : 21 Oct 2024, 10:59 PM
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি আবার আলোচনায় আসার মধ্যে ‘মীমাংসিত’ একটি বিষয়ে নতুন করে বিতর্ক তৈরি না করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
কোনো বিতর্ক সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে ‘অস্থিতিশীল কিংবা বিব্রত’ করা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার বঙ্গভবন থেকে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
এ বিষয়ে রাষ্ট্রপতি বলেছেন, ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতার বিষয়টি আপিল বিভাগের আদেশেই সমাধান হয়েছে।
ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা, যার মধ্য দিয়ে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এর আড়াই মাসের মাথায় গত ১৯ অক্টোবর মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ‘কোনো দালিলিক প্রমাণ’ তার কাছে নেই।
এ নিয়ে সংবাদ সামনে আসার পরপরই নানা আলোচনা শুরু হয়। এরইমধ্যে সচিবালয়ে সোমবার এ বিষয়ে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
সাংবদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “রাষ্ট্রপতি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পান নাই, এটা হচ্ছে মিথ্যাচার, উনার শপথ লঙ্ঘনের সামিল।”
এদিন রাতে এ বিষয়ে রাষ্ট্রপতির বক্তব্য তুলে ধরে বঙ্গভবন থেকে বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, “সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে মহামান্য রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যমে যে প্রচারণা চালানো হয়েছে তা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে।
“এ বিষয়ে মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতার উপর যত ধরনের প্রশ্ন জনমনে উদ্রেক হয়েছে সেগুলোর যাবতীয় উত্তর স্পেশাল রেফারেন্স নং-০১/২০২৪ এ মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গত ০৮ আগস্ট, ২০২৪ এর আদেশে প্রতিফলিত হয়েছে।”
বঙ্গভবন বলেছে, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ৮ অগাস্ট মতামত চাইলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ মতামত দিয়েছিল।
“মীমাংসিত এই বিষয়ে নতুন করে কোনো বিতর্ক সৃস্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার জন্য মহামান্য রাষ্ট্রপতি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন” বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
রাষ্ট্রপতি 'মিথ্যা' বলেছেন, পদে থাকার যোগ্যতা নিয়ে ভাবতে হবে: আইন