চকবাজারের ইসলামবাগে অবস্থিত ওই গুদামে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে।
Published : 23 Mar 2024, 08:38 AM
রাজধানীর চকবাজারের একটি রাসায়নিকের গুদাম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
চকবাজারের ইসলামবাগে অবস্থিত ওই গুদামে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজাহান সিকদার জানিয়েছেন।
নিয়ন্ত্রণ কক্ষ ওই রাসায়নিকের গুদামে আগুন লাগার খবর পেয়ে নেভাতে যায় ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।
আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন।
শনিবার সকাল সাড়ে ৯টায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুন নিয়ন্ত্রণ করা গেলেও পুরোপুরি নির্বাপন হয়নি, এখনো সেখানে কাজ চলছে। কেউ হতাহত নেই।”
আগুন কারণ এবং ক্ষতির পরিমান তদন্ত শেষে বলা যাবে বলে জানান তিনি।