বিশ্ব বানর দিবস
প্রতি বছর ১৪ ডিসেম্বর পালিত হয় ‘আন্তর্জাতিক বানর দিবস’। বাংলাদেশে এ দিবস উদযাপনের চল না থাকলেও ভারত, থাইল্যান্ড, জার্মানিসহ বিশ্বের অনেক দেশে দিবসটি পালিত হয়। বানরের আবাসস্থল ও খাবারের সংকটের পাশাপাশি তাদের জন্য হুমকির বিষয়গুলো এদিন তুলে ধরেন পরিবেশবাদী ও প্রাণীঅধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো। তারা জীববৈচিত্র্য রক্ষায় বানরকে সুরক্ষার আওয়াজ তোলেন। বাংলাদেশেও কিছু সংগঠন এ দিবস ঘিরে স্বল্প পরিসরে আয়োজন রাখে।