“আগে সচিবালয় থেকে আগারগাঁওয়ে যাওয়ার কথা চিন্তা করলেই মন খারাপ হয়ে হয়ে যেত।”
Published : 08 Feb 2024, 05:47 PM
মেট্রোরেলে চড়ে সচিবালয় থেকে আগারগাঁওয়ে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, "মাত্র কয়েক মিনিটের মধ্যে আগারগাঁও চলে এলাম। আগে সচিবালয় থেকে আগারগাঁওয়ে যাওয়ার কথা চিন্তা করলেই মন খারাপ হয়ে হয়ে যেত। এখন সেটা আনন্দের বিষয়।”
বৃহস্পতিবার দুপুরে সচিবালয় থেকে বের হয়ে নৌপ্রতিমন্ত্রী আগারগাঁও স্থলবন্দর কর্তৃপক্ষের কার্যালয়ে যান মেট্রোরেলে চড়ে।
আগারগাঁও স্টেশনে নেমে তিনি বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ে তোলার যে চ্যালেঞ্জ নিয়েছিলেন, দিন বদলের চ্যালেঞ্জ নিয়েছিলেন। আজকে বাংলাদেশ বদলে গেছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।"
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, "আগে মতিঝিল থেকে মিরপুর পর্যন্ত যাতায়তে যাত্রীদের নানা ভোগান্তিতে পড়তে হয়েছে, এখন এই রোডে যানযট যেটা নিত্যদিনের ছিল, সেটা কিন্তু নাই। যাত্রীদের ভোগান্তি নাই। মাত্র কয়েক মিনিটেই চলে যাচ্ছে।
"আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তারা কর্মচারীরা এখন মেট্রোরেলে যাতায়াত করে। আগে যেখানে দুই ঘণ্টা লাগত, এখন মাত্র ১০/১২ মিনিটে আগারগাঁও চলে যাচ্ছে, এখন দেড় ঘণ্টার মত সময় বেঁচে গেছে। দেড় ঘণ্টা যানজটে বসে থেকে একটা ক্লান্তি চলে আসতে, এখন সেই ক্লান্তিটা নাই।"
প্রতিমন্ত্রী বলেন, "এখনই যেমন মিরপুর রোডে গণপরিবহনে যাত্রী নেই, চাপ নেই। আর এমআরটি লাইনের বাকিগুলো চালু হয়ে গেলে দেখবেন ঢাকার পরিবেশটাই সুন্দর হয়ে গেছে।"