হত্যার কয়েকদিন আগে তার ওপর হামলা ঘটনায় একটি মামলা হয়েছিল বলে জানিয়েছে স্বজনরা।
রাজধানীর খিলক্ষেত থানার এক সহকারী উপপরিদর্শকের উপর হামলার ঘটনা ঘটেছে।
সোমবার রাত ৮টার দিকে ওই থানার কুড়াতলি এলাকায় এএসআই মফিজুল ইসলামকে (৪২) ছুরিকাঘাত করা হয়।
খিলক্ষেত থানার ওসি কাজী সাহান হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক জানান, ডিউটি শেষ করে ফেরার পথে দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে; পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
কেন হামলা হয়েছে, কারা হামলা করেছে-এসব বিষয় এখনও পরিষ্কার নয় উল্লেখ করে ওসি বলেন, অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য একাধিক টিম মাঠে নেমেছে।