এগুলো খুলে নেওয়া যাবে না, এর কোনো অংশ কাটার চেষ্টা করলে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম বেজে উঠবে।
Published : 03 Jun 2024, 07:08 PM
রাজধানীতে সড়কের ধারে এবার বসানো হচ্ছে ‘স্মার্ট ডাস্টবিন’ যেগুলোতে চুরি ঠেকানোর প্রযুক্তি আছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে এমন ১০০টি ‘স্মার্ট’ ডাস্টবিন উপহার দিয়েছে। এগুলো গুলশান এলাকার বিভিন্ন স্থানে বসানো হবে।
সোমবার গুলশান নগর ভবনের সামনে এক অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম ডাস্টবিন স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন।
২০১৬ সালে ৫ কোটি টাকা খরচ করে রাজধানীতে সড়কের ধারে ১১ হাজার মিনি ডাস্টবিন বসায় দুই সিটি করপোরেশন। খাবারের মোড়ক বা ছোটখাট আবর্জনা ফেলার জন্য এই বিনগুলো বেশ সুবিধাজনক ছিল।
কিন্তু লোহার তৈরি বিনগুলো উধাও হয়ে যায় কিছু দিনের মধ্যেই। পরে খুঁটিগুলোও খুলে নেওয়া হয়। যারা এসব করেছে, তাদেরকে ধরা যায়নি। আর সিটি করপোরেশনও এরপর আর এমন কোনো পদক্ষেপ নেয়নি।
সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবারের ডাস্টবিনগুলো আনা হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে।
বিডি ক্লিন বলছে, এসব ডাস্টবিন তৈরি করা হয়েছে বিশেষ নকশায়। এতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এগুলো খুলে নেওয়া যাবে না, এর কোনো অংশ কাটার চেষ্টা করলে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম বেজে উঠবে।
অনুষ্ঠানে মেয়র আতিকুল নগরবাসীকে যেখানে সেখানে আবর্জনা না ফেলার অনুরোধ করেন। তিনি বলেন, “শহরকে, দেশকে ভালোবাসলে কেউ যেখানে সেখানে ময়লা ফেলতে পারে না।”
সবাই কেবল ‘নিজেকে নিয়ে চিন্তা করছে’ মন্তব্য করে তিনি বলেন, “দখল, দূষণ হচ্ছে। আমরা খাল থেকে বর্জ্য সংগ্রহ করে প্রদর্শনী করেছি। জানাতে চেয়েছি মানুষ নির্বিচারে কী ধরনের বর্জ্য ফেলছে।
“লেপ, তোশক, চেয়ার, টেবিল, কমোডসহ এমন কিছু নেই খালে ও ড্রেনে পাওয়া যাচ্ছে না। দয়া করে কেউ খালে, ড্রেনে ময়লা ফেলবেন না। নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবেন।”
স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের মোট সদস্য সংখ্যা প্রায় ৪৬ হাজার। এই সংগঠনের সদস্যরা দেশের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ, পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন। ডিএনসিসির বিভিন্ন খাল পরিষ্কার অভিযানেও অংশ নিয়েছে সংগঠনটির কর্মীরা।
অনুষ্ঠানে গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ ফিদা হাসান, বিডি ক্লিনের প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিনও বক্তব্য রাখেন।