মঙ্গলবার রাতে উত্তরা বিএনএস সেন্টারের সামনের ফুটব্রিজে ঝুলানো অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
Published : 26 Feb 2025, 07:04 PM
রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনি দিয়ে ফুটব্রিজে ঝুলিয়ে রাখা দুজনকে বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি।
মঙ্গলবার রাত ৯টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনের ফুটব্রিজ থেকে উল্টো করে ঝুলিয়ে রাখা অবস্থায় দুজনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করে পুলিশ।
তারা হলেন- নাজিম (৩৫) ও বকুল (৪০)।
বুধবার দুপুরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন উত্তরা পশ্চিম থানার এসআই মো. মেহেদি হাসান।
এসআই মেহেদী হাসান বলেন, উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেলে আনা হয়েছে।
তাদের বিরুদ্ধে কেউ ছিনতাইয়ের অভিযোগে মামলা করেছেন কী না জানতে চাইলে এসআই মেহেদি বলেন, “না, না। কে মামলা করবে। কোন মামলা হয়নি।
“আমরা তাদের চিকিৎসা করাচ্ছি। তারা একটু সুস্থ হলে পরবর্তী আইনগত প্রক্রিয়ার দিক নির্দেশনা দেবেন ঊর্ধ্বতনরা।”
এর আগে মঙ্গলবার রাতে উত্তরা পূর্ব থানার ওসি শামীম আহমেদ আহত দুজনের বিস্তারিত পরিচয় এবং তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতার বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
কাউকে আটকও করা হয়নি বলেও তথ্য দিয়েছিলেন তিনি।
এ ঘটনার একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একদল মানুষ ঝুলে থাকা দুই ব্যক্তিকে মারধর করছেন।