আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘু জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে আদিবাসী পরিষদ।
Published : 07 Aug 2024, 12:42 AM
দেশে আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়সহস সব জনগণের জানমালের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষার দাবি জানিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ।
মঙ্গলবার এক বিবৃতিতে পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিচিত্রা তির্কী ও সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান এ দাবি জানান।
ইতোমধ্যে দেশের বিভিন্ন জায়গায় আদিবাসীদের ওপর হামলা, ভাঙচুর করা হয়েছে দাবি করে বিবৃতিতে বলা হয়, “রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর জেলায় আদিবাসীদের ওপর হামলা, স্থাপনা ভাঙচুর, সম্পদ লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে আদিবাসীসহ ধর্মীয় সংখ্যালঘু জনগণের মনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।”
আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘু জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সচেতন জনগণকে পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছে সংগঠনটি। সেই সঙ্গে আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘু জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
গণআন্দোলনে ক্ষমতাসীন সরকারের পতনকে ‘মুক্তিকামী জনগণের বিজয়’ অ্যাখ্যা দিয়েছে আদিবাসী পরিষদ।