এটি ভারতের তামিলনাড়ু হয়ে অতিক্রম করতে পারে।
Published : 14 Oct 2024, 12:07 PM
চট্টগ্রামের অবশিষ্ট অংশসহ বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রাম ছাড়া সারা দেশ থেকে মৌসুমি বায়ু আগেই বিদায় নিয়েছিল। এখন পুরোপুরি বিদায় নিয়েছে।
“আর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ভারতের তামিলনাড়ু হয়ে অতিক্রম করতে পারে। অতিক্রমের সময় এর প্রভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।”
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।
সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়, ২৭ মিলিমিটার। এছাড়া দেশের আর কোথাও উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি।
এই সময়ে সর্বোচ্চ ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ হয়েছে মোংলায়। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল নীলফামারীর ডিমলায়, ২৩ ডিগ্রি সেলসিয়াস।